অাকাশ জাতীয় ডেস্ক:
বর্তমান সময়ের অন্যতম আলোচিত কাতালোনিয়া ইস্যুতে স্পেনের গৃহীত পদক্ষেপের প্রতি নিজেদের সমর্থনের কথা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে এই অবস্থান স্পষ্ট করেছে। এর ফলে কার্যত কাতালোনিয়ার স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ।
সম্প্রতি স্পেনের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা করেছে অঞ্চলটির পার্লামেন্ট। কাতালোনিয়ার স্বাধীনতার এই ঘোষণাকে স্পেনের সাংবিধানিক আদালত অবৈধ ঘোষণা করে এবং সেখানে সেখানে কেন্দ্রের শাসন জারি করে মাদ্রিদ। স্বাধীনতাপন্থী নেতাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়।
এরপর বিভিন্ন দেশে স্পেনের দূতাবাসগুলো কাতালোনিয়ার স্বাধীনতার বিপক্ষে স্পেনের অখণ্ডতার পক্ষে সমর্থন আদায়ে স্পেন কূটনৈতিক তৎপরতা শুরু করে। ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আলবারো দে সালাম বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করে মাদ্রিদের পক্ষে সমর্থন চান।
এক সংবাদ সম্মেলনে স্পেনের রাষ্ট্রদূত বলেন, একটি বিবৃতি দিয়ে বাংলাদেশ সরকার স্পেনের অখণ্ডতার পক্ষে সমর্থন প্রকাশ করুক- সেটাই তারা চান। এটা করা হলে ইউরোপীয় ইউনিয়নের প্রভাবশালী সদস্য স্পেন রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে জোরালো ভূমিকা নিতে অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবে বলে জানান রাষ্ট্রদূত।
এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে স্পেনের অখণ্ডতার পক্ষে সমর্থন জানালো। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ও স্পেনের মধ্যে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক পরস্পরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার এবং একে অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ওপর ভিত্তি করে আরও বিকশিত হচ্ছে। আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির আলোকে বাংলাদেশ কাতালোনিয়ার ঘটনা প্রবাহকে স্পেনের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করে। স্পেনের সরকার জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা সুরক্ষায় স্প্যানিশ সরকারের গৃহীত সাংবিধানিক পদক্ষেপের প্রতি বাংলাদেশের সমর্থন রয়েছে। সব নাগরিকের অধিকার ও স্বার্থ সুরক্ষার মধ্যেই সামাজিক নিয়ম ফিরে আসবে বলে বাংলাদেশ বিশ্বাস করে।
আকাশ নিউজ ডেস্ক 






















