আকাশ বিনোদন ডেস্ক:
মাহিয়া মাহি ‘ঢাকা অ্যাটাক’ ছবির প্রচারণায় ইউরোপ যাচ্ছেন। শুক্রবার সকালের ফ্লাইটে ঢাকা ছাড়বেন তিনি। ছবির পরিচালক দীপংকর দীপন, কাহিনিকার সানী সানোয়ার এবং নায়ক আরিফিন শুভ সঙ্গে যাবেন। ১৫ নভেম্বর তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।
মাহি জানান, ‘ছবিটির সাফল্য আমাকে অনুপ্রাণিত করেছে। ১৩ দিনের সফরে আমরা ফ্রান্স, সুইজারল্যান্ড, বেলজিয়াম, ইতালি, আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে যাব। এই দেশগুলোতে প্রচুর প্রবাসী বাংলাদেশি আছেন। তাঁরা ছবিটি দেখার অপেক্ষায় আছেন। আমি সেসব দর্শকের সঙ্গে এক সারিতে বসে ছবিটি দেখতে চাই। আনন্দ ভাগাভাগি করতে চাই। নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের অপেক্ষায় আছি। ’
আকাশ নিউজ ডেস্ক 






















