আকাশ বিনোদন ডেস্ক:
মডেল ও অভিনয়শিল্পী জান্নাতুল ফেরদৌস পিয়া। এবার তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর টিভি আয়োজন মাঠ থেকে সঞ্চালনা করবেন। এরইমধ্যে বিপিএল ও গাজী টিভি কর্তৃপক্ষের সঙ্গে তার আলোচনা চূড়ান্ত হয়েছে।
জান্নাতুল পিয়া বলেন, ‘প্রথমবারের মতো বিপিএল-এর পুরো আয়োজনটি মাঠে থেকে উপস্থাপনা করবো। ভেবেই ভালো লাগছে। আর এবারের আয়োজনে বেশকিছু ভিন্ন চমক থাকছে। আমাকে দেখা যাবে সরাসরি মাঠে। মাঠে থেকে উপস্থাপনার বিষয়টি নিয়ে আমি বেশ উচ্ছ্বসিত। আশা করছি পুরো আসরটি সবার কাছে উপভোগ্য হবে।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে যাচ্ছে আগামী ৪ নভেম্বর। পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এ প্রিমিয়ার লিগে থাকছে নানা চমক, যার মধ্যে একটি হচ্ছে বিপিএলের মাঠে উপস্থাপনা।

পিয়া বলেন, ‘এবার বিপিএলের মাঠে থাকবো আগাগোড়া। বিশ্বের বড় বড় দেশে গিয়ে মডেলিং করার অভিজ্ঞতা থাকলেও ক্রিকেট উপস্থাপিকার ভূমিকায় এটা আমার জন্য একদমই নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে।’ এছাড়া তার ৩ নভেম্বর সন্ধ্যায় খাদি উৎসবে তিনি র্যাম্পে হাঁটবেন। এ নিয়ে তিনি বলেন, ‘আগেরদিন র্যাম্পে, পরের দিন স্টেডিয়ামে। দু-জায়গায় সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো।’
পিয়া ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। এছাড়া ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি’ শিরোপাও অর্জন করেন তিনি। লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিসে পড়াশোনা সম্পন্ন করে বর্তমানে আইন পেশায় রয়েছেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 






















