অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীর পবা উপজেলায় ভিমরুলের কামড়ে কাদের মণ্ডল (৯০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত নাদের মণ্ডলের ছেলে। বুধবার বেলা ১১টার দিকে পারিলা ইউনিয়নের তেবাড়িয়া গ্রামে বাড়ির পাশের জঙ্গলে তিনি ভিমরুলের আক্রমণের শিকার হন তিনি। তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
নিহতের ছেলে স্থানীয় পারিলা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মোবারক আলী জানান, তার বাবা বৃদ্ধ হলেও সুস্থ ছিলেন। সকালে বাড়ির পাশের মোড়ের চায়ের স্টলে স্থানীয়দের সঙ্গে গল্প করছিলেন। এ সময় প্রসাব করতে পাশের জঙ্গলে গেলে একঝাঁক ভিমরুল তাকে আক্রমণ চালায়। এ সময় সেখানেই তিনি পড়ে যান।
পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে জঙ্গল থেকে তার উদ্ধার করে রামেক হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চক্রবর্তী বলেন, হাসপাতালে মারা গেছে। হাসপাতাল জানায়নি।
আকাশ নিউজ ডেস্ক 





















