আকাশ স্পোর্টস ডেস্ক:
ইতালিয়ান ফরোয়ার্ড এল সারাওয়ের জোড়া ইংলিশ জায়ান্ট চেলসির বিপক্ষে দুর্দান্ত জয় পেল ইতালির ক্লাব রোমা। অতিথি হয়ে আসা চেলসিকে ৩-০ গোলে হারায় দলটি। চেলসিই প্রথম ইংলিশ দল যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে চলতি মৌসুমে কোনো ম্যাচ হারল। এতে চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রোমা ‘সি’ গ্রুপের শীর্ষে ওঠে এসেছে। অপরদিকে দ্বিতীয় স্থানে নেমে যাওয়া চেলসির অর্জন চার ম্যাচে সাত পয়েন্ট।
মাত্র ৩৯ সেকেন্ডেই এগিয়ে যায় রোমা। আলেক্সান্ডার কলারভের ক্রস থেকে এডিন জিকোর ফ্লিকে বল পান এল সারাওয়ে। সেই বলে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করেন এই ইতালিয়ান ফরোয়ার্ড। ৩৬ মিনিটে প্রতিপক্ষের ভুলে দ্বিতীয় গোলটি করেন সারাওয়ে। অ্যান্টোনিও রুদিগার লম্বা পাস ধরতে ব্যর্থ হন রাদজা নেইনগোলান। সেই সুযোগে বল পেয়ে দলকে এগিয়ে নেন সারাওয়ে।
দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে রোমার পক্ষে শেষ গোলটি করেন পেরোত্তি। ২০ গজ দূর থেকে দুর্দান্ত গোলটি করেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 

























