অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
কাতালোনিয়ার নেতা কার্লেস পুজেমন্ত বরখাস্ত হওয়ার পর স্পেন থেকে পালিয়ে বেলজিয়াম চলে গেছেন। স্পেনের সরকারি কর্মকর্তারা এ খবর জানিয়েছেন। খবর ইনডিপেনডেন্টের।
স্পেনের প্রধান প্রসিকিউটর সম্প্রতি কার্লেস পুজেমন্তসহ কাতালানের স্বাধীনতাকামী নেতাদের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ আনার প্রস্তুতি নেয়ার ঘোষণা দেন । এরপরই কার্লেস পুজেমন্তর পালিয়ে যাওয়ার খবর প্রকাশিত হয়েছে। এর আগে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা এবং স্পেন সরকারের পাল্টা ব্যবস্থা হিসেবে পুজেমন্তকে বরখাস্ত ও স্বায়ত্তশাসন স্থগিত করে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করে স্পেন।
স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকে আপাতত কাতালোনিয়ার দায়িত্ব উপ-প্রধানমন্ত্রী সোরায়া সায়েনজ দে সান্তামারিয়ার হাতে হস্তান্তর করেছেন। সেখানকার পুলিশ প্রধানের দায়িত্ব নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইগনাতিও জইদো।
আকাশ নিউজ ডেস্ক 



















