অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে ধারাবাহিকভাবে পুলিশের গুলিতে সাধারণ নাগরিকদের মৃত্যুর ঘটনা ঘটছে, যা ঘিরে দেশটিতে গভীর উদ্বেগ ও তীব্র সমালোচনা চলছে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেপোলিস অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে এক অস্ট্রেলীয় নারী নিহত হয়েছেন। মিনেসোটা ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি (বিসিএ) ঘটনাটির তদন্ত করছে।
এ বিষয়ে বিসিএ জানিয়েছে, শনিবার রাতে ৯১১ নম্বরে সম্ভাব্য হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একপর্যায়ে এক কর্মকর্তার গুলিতে ওই অস্ট্রেলীয় নারী গুরুতর আহত হন। নিহত নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বিসিএ জানিয়েছে, গুলির সময় পুলিশ কর্মকর্তাদের শরীরে থাকা ভিডিও ক্যামেরা বন্ধ ছিল। মিনোপোলিসের মেয়র গুলির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে, ৪০ বছর বয়সী ওই নারী বাগদত্তার সঙ্গে মিনোপোলিসে থাকতেন। ঘরের পাশে শব্দ শুনে তিনিই ৯১১ নম্বরে ফোন দিয়েছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 



















