অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১২ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার রাজপাড়া থানাধীন আলিগঞ্জ মাদরাসা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বাঘা উপজেলার মাহাবুবুর রহমান, চাঁপাইনবাগঞ্জের শিবগঞ্জ উপজেলার আবু সাদ, দেলোয়ার হোসেন, রাজশাহী নগরীর রাজপাড়া থানার শাহাদৎ হোসেন, তৌহিদুর রহমান, গোদাগাড়ী উপজেলার সোলায়মান, মোহনপুর উপজেলার সবুজ আহম্মেদ, পবা উপজেলার আবদুল মমিন, চারঘাট উপজেলার শলুয়া গ্রামের এসএম মোজাহিদ, হড়গ্রাম এলাকার শফিকুজ্জামান, শাহমখদুম থানার শাহাদৎ হোসাইন ও দাশপুকুর এলাকার আবদুল আওয়াল।
রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আলিগঞ্জ মাদরাসা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু ইসলামী বই উদ্ধার করা হয়। পরে থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের আদেশে তাদের রাজশাহী জেলহাজতে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 






















