ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উদীয়মানদের ওপরই ভরসা এনামুলের

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রতিবারই ভাল দল গড়েও শেষ পর্যন্ত ভাল ফল পায় না চিটাগং ভাইকিংস। এবার আর এতটা শক্তিশালী দল হয়তো তাই গড়েনি তারা। এমনকি ছেড়ে দিয়েছে ঘরের ছেলে, দেশ সেরা ওপেনার তামিম ইকবালকেও। তবে তারা দলে রেখে দিয়েছে জাতীয় ক্রিকেট লিগে দুর্দান্ত খেলা এনামুল হক বিজয়কে। সেই বিজয় মনে করছেন, দলে ভালো মানের তেমন কোন ক্রিকেটার না থাকলেও উদীয়মান ক্রিকেটাররাই চমক দেখাতে পারবে এবার।

ভাল দল গড়েও ভাল ফল না পাওয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘গতবার দল অনেক ভাল ছিল, তারপরও আমরা ভাল করতে পারিনি। এটা সত্য। তার আগেরবারও আমরা (চিটাগং ভাইকিংস) চ্যাম্পিয়ন ফাইট দিতে পারিনি। আমরা চেষ্টা করবো, এবার উদীয়মান এবং বিদেশি কিছু ভাল খেলোয়াড় নিয়ে এই আক্ষেপটা ঘোচাতে।’

টি-টোয়েন্টিতে দু’একজন ভাল খেললেই দল জিতে যায় বলেও মনে করেন বিজয়। তার মতে, ‘টি-টোয়েন্টি তো, এইটা বলা যায় একটা-দু’টা খেলোয়াড়ের খেলা। যে কোন দিন যে কোন খেলোয়াড় দাঁড়িয়ে গেলে, সেই দলই শক্তিশালী হয়ে ওঠে। তো আমারাও যেহেতু আগেরবার ভাল ভাল খেলোয়াড় নিয়ে পারিনি, এবার এ ধরনের খেলোয়াড় নিয়ে ভাল কিছু করে ফেলতে পারি কি না। অবশ্যই আশাবাদী আমরা, যে কোন সময় যে কেউ জ্বলে উঠতেই পারে আমাদের।’

জাতীয় দলে ফেরা নিয়ে কি ভাবছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই বিপিএল একটা বড় মঞ্চ প্রতিটা খেলোয়াড়ের জন্য। এটা আমার জন্য বড় চ্যালেঞ্জ। আগের বছর বিপিএলটা খেলেছিলাম, ভালই খেলছিলাম; কিন্তু দলগত ফল আসেনি। এবার যদি একটু ভাল করে দলকে ভাল কিছু দিতে পারি, সেটা দলের জন্যই ভাল হবে। তাহলে হয়তো জাতীয় দলের ভাগ্য খুলতে পারে।’

অনেক বেশি বিদেশি তারকা ক্রিকেটার খেলাতে এবারের বিপিএলটা বেশ চ্যালাঞ্জিং হবে বলেও মনে করেন এনামুল। তিনি বলেন, ‘অবশ্যই চ্যালেঞ্জ হচ্ছে। দেখা যাচ্ছে, একেকটা দলে চার-পাঁচজন করে জাতীয় দলের ক্রিকেটার থাকেই। এরপর ‘এ’ দলের ক্রিকেটাররাও খেলবে। অবশ্যই চ্যালেঞ্জিং। নিজেদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা ব্যাপার আছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উদীয়মানদের ওপরই ভরসা এনামুলের

আপডেট সময় ০৮:১৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রতিবারই ভাল দল গড়েও শেষ পর্যন্ত ভাল ফল পায় না চিটাগং ভাইকিংস। এবার আর এতটা শক্তিশালী দল হয়তো তাই গড়েনি তারা। এমনকি ছেড়ে দিয়েছে ঘরের ছেলে, দেশ সেরা ওপেনার তামিম ইকবালকেও। তবে তারা দলে রেখে দিয়েছে জাতীয় ক্রিকেট লিগে দুর্দান্ত খেলা এনামুল হক বিজয়কে। সেই বিজয় মনে করছেন, দলে ভালো মানের তেমন কোন ক্রিকেটার না থাকলেও উদীয়মান ক্রিকেটাররাই চমক দেখাতে পারবে এবার।

ভাল দল গড়েও ভাল ফল না পাওয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘গতবার দল অনেক ভাল ছিল, তারপরও আমরা ভাল করতে পারিনি। এটা সত্য। তার আগেরবারও আমরা (চিটাগং ভাইকিংস) চ্যাম্পিয়ন ফাইট দিতে পারিনি। আমরা চেষ্টা করবো, এবার উদীয়মান এবং বিদেশি কিছু ভাল খেলোয়াড় নিয়ে এই আক্ষেপটা ঘোচাতে।’

টি-টোয়েন্টিতে দু’একজন ভাল খেললেই দল জিতে যায় বলেও মনে করেন বিজয়। তার মতে, ‘টি-টোয়েন্টি তো, এইটা বলা যায় একটা-দু’টা খেলোয়াড়ের খেলা। যে কোন দিন যে কোন খেলোয়াড় দাঁড়িয়ে গেলে, সেই দলই শক্তিশালী হয়ে ওঠে। তো আমারাও যেহেতু আগেরবার ভাল ভাল খেলোয়াড় নিয়ে পারিনি, এবার এ ধরনের খেলোয়াড় নিয়ে ভাল কিছু করে ফেলতে পারি কি না। অবশ্যই আশাবাদী আমরা, যে কোন সময় যে কেউ জ্বলে উঠতেই পারে আমাদের।’

জাতীয় দলে ফেরা নিয়ে কি ভাবছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই বিপিএল একটা বড় মঞ্চ প্রতিটা খেলোয়াড়ের জন্য। এটা আমার জন্য বড় চ্যালেঞ্জ। আগের বছর বিপিএলটা খেলেছিলাম, ভালই খেলছিলাম; কিন্তু দলগত ফল আসেনি। এবার যদি একটু ভাল করে দলকে ভাল কিছু দিতে পারি, সেটা দলের জন্যই ভাল হবে। তাহলে হয়তো জাতীয় দলের ভাগ্য খুলতে পারে।’

অনেক বেশি বিদেশি তারকা ক্রিকেটার খেলাতে এবারের বিপিএলটা বেশ চ্যালাঞ্জিং হবে বলেও মনে করেন এনামুল। তিনি বলেন, ‘অবশ্যই চ্যালেঞ্জ হচ্ছে। দেখা যাচ্ছে, একেকটা দলে চার-পাঁচজন করে জাতীয় দলের ক্রিকেটার থাকেই। এরপর ‘এ’ দলের ক্রিকেটাররাও খেলবে। অবশ্যই চ্যালেঞ্জিং। নিজেদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা ব্যাপার আছে।’