আকাশ স্পোর্টস ডেস্ক:
হ্যামিল্টন মাসাকাদজা বলতে গেলে একাই লড়লেন। বাকি ব্যাটসম্যানদের প্রায় সবাই থাকলেন আসা-যাওয়ার মধ্যে। বুলাওয়েতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাসাকাদজার দুর্দান্ত এক সেঞ্চুরিতে ভর করে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ২৫০ রান করেছে জিম্বাবুয়ে। দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা চলছিল।
১৪৭ রানের লড়াকু এক ইনিংস খেলেন হ্যামিল্টন মাসাকাদজা। ২৪০ বল মোকাবেলায় গড়া ইনিংসটিতে ১৬ চার আর ২টি ছক্কা হাঁকান ডানহাতি এ ব্যাটসম্যান। এ ছাড়া হাফসেঞ্চুরি করে আউট হন পিটার মুর (৫২)। সিকান্দার রাজা ৩৭ রানে অপরাজিত ছিলেন।
টসে জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে ১৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ভীষণ বিপদে ছিল। এরপর দলকে এগিয়ে নেন মাসাকাদজা। পিটার মুরের সঙ্গে চতুর্থ উইকেটে ১৪২ এবং সিকান্দার রাজার সঙ্গে পঞ্চম উইকেটে ৯০ রানের জুটি গড়েন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২টি উইকেট নেন কেমার রোচ। একটি করে উইকেট শেনন গ্যাব্রিয়েল, দেবেন্দ্র বিশু, রস্টন চেজ আর ক্রেইগ ব্রেথওয়েটের।
আকাশ নিউজ ডেস্ক 

























