অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে নিজ মায়ের গাড়ি চুরি করে ১৬১ কি.মি গতিতে গাড়ি চালাল ১০ বছরের এক শিশু। প্রায় ৪৫ কিলোমিটার রাস্তা সে এভাবে অতিক্রম করে। বয়স অল্প হওয়ায় তার ছিল না কোনো ড্রাইভিং লাইসেন্স বা গাড়ি চালানোর অনুমতি।
রাস্তায় চালানোর একপর্যায়ে পুলিশ তার গাড়িটি আটক করার চেষ্টা করে। কিন্তু সে ধরা দেয়নি। গাড়িটি রাস্তার নিচের মাটির ওপর দিয়েই চালানো শুরু করে। বিষয়টি বুঝতে পেরে পুলিশও তার পিছু নেয়। সামনে আড়াআড়ি গাড়ি রেখে তাকে থামানো হয়। কিন্তু তার পরও সে গাড়ি থেকে নামতে চাইছিল না।
পুলিশ অঘটন ঘটার আশঙ্কায় তাকে গাড়ির জানালা ভেঙে আটক করে। দুরন্ত গতিতে তার গাড়ি চালানোর দৃশ্য ধরা পড়েছে পুলিশের ড্যাশবোর্ড ক্যামেরায়। সম্প্রতি সে ভিডিও রেকর্ডিং জনসাধারণের জন্য ছাড়া হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























