অাকাশ জাতীয় ডেস্ক:
কুড়িগ্রামে ভুরুঙ্গামারী উপজেলায় ‘মদ্যপদের’ এলোপাতারি কিল-ঘুষি ও মারধরে হৃদরোগে এক দোকান মালিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পাগলারহাটে এক চায়ের দোকানে রোববার রাত সাড়ে রাত ১১টার দিকে এ ঘটনার পর এক ‘মদ্যপকে’ গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা।
দোকান মলিকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে সোমবার সকালে পাগলারহাটের সকল দোকান বন্ধ রেখে প্রতিবাদ মিছিল নিয়ে উপজেলার সদরের জামতলা মোড়ে মানবন্ধন করেন স্থানীয়রা। ভুরুঙ্গামারী থানার ওসি তাপস চন্দ্র পন্ডিত জানান, চর থাপ্পর মারার পর হার্ট এ্যাটাক হওয়ায় হাসপাতালে আনার পথে মমিনুলের মৃত্যু হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারেক, সুলতান ও সাদেক পাগলারহাট বাজারের মমিনুলের দোকানে বসে মাদক সেবনের সময় দোকান মালিক মমিনুল নিষেধ করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মমিনুলকে এলোপাতারি কিল-ঘুষি মারপিট করলে তিনি মাটিতে ঢলে পড়েন।
পরে তাকে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পরপরই স্থানীয়রা ‘মদ্যপ’ তারেককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেন। পমরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























