অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার ভাটোপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিরসিপিএসসি, র্যাব-৫ রাজশাহীর ক্যাপ্টেন জাহিদ আহমেদ ও সংঙ্গীয় অফিসার ফোর্স সকালে ৭টার দিকে উপজেলার ভাটোপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে ওই এলাকার ঠান্ডু মিয়ার ছেলে সামসুল হক ওরফে সোভার (৫৫) বসতবাড়ি থেকে পাঁচ কেজি ৫শ গ্রাম হেরোইন, একটি মোবাইল, মাদক বিক্রির নগদ ৪৯ হাজার ৫শ টাকাসহ তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 





















