আকাশ স্পোর্টস ডেস্ক:
রোহিত-কোহলির জুটিতে লড়াকু স্কোর গড়ে ভারতনিউজিল্যান্ডের বিপক্ষে আগের তিনটি সিরিজ নির্ধারণী ম্যাচে জিতেছিল ভারত। রবিবারও জিতলো তারাই। যদিও নিউজিল্যান্ড ৩৩৮ রানের লক্ষ্যে নেমে জয়ের ইঙ্গিত দিয়েছিল। কিন্তু শেষ দুই ওভারে ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে পেরে ওঠেনি। কানপুরের গ্রিন পার্কে ৬ রানে জিতে তিন ম্যাচের সিরিজ ২-১ এ নিশ্চিত করলো ভারত।
বিরাট কোহলি ও রোহিত শর্মার অসাধারন জুটিতে ৬ উইকেটে ৩৩৭ রান করে ভারত। জবাবে কলিন মুনরো, কেন উইলিয়ামসন ও টম ল্যাথামের হাফসেঞ্চুরিতে ৭ উইকেটে ৩৩১ রান করে নিউজিল্যান্ড।
টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৯ রানে প্রথম উইকেট হারায় ভারত। শিখর ধাওয়ান (১৪) টিম সাউদির বলে উইলিয়ামসনকে ক্যাচ দেন। এরপর রোহিতকেনিয়ে কোহলির অনবদ্য জুটিতে নিউজিল্যান্ডের বোলারদের সময় কেটেছে হতাশায়। ওয়ানডের ইতিহাসে প্রথম জুটি হিসেবে তারা চতুর্থবার দুইশ’ রান পার করেন। দ্বিতীয় উইকেটে তাদের ২৩০ রানই ভিত গড়ে দেয় ভারতকে।
রোহিত সিরিজের প্রথম ও ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি হাঁকান ১০৬ বলে। রেকর্ড জুটি গড়ার পর তিনি ফেরেন ১৪৭ রানে। তার ১৩৮ বলের ইনিংসে রয়েছে ১৮ চার ও ২ ছয়। রোহিতের পর সেঞ্চুরি করেন কোহলিও। দ্রুততম ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করার পর তিনি ৩২তম সেঞ্চুরি পান ৯৬ বলে। দলকে ৩০২ রান এনে দিয়ে ৪৭তম ওভারে আউট হন কোহলি। ১০৬ বলে ৯ চার ও ১ ছয়ে ১১৩ রান করেন তিনি।
শেষদিকে মহেন্দ্র সিং ধোনি (২৫) ও কেদার যাদব (১৮) কিছু রান যোগ করেন। যাতে ভর করে সাড়ে তিনশ’র কাছাকাছি রান করে ভারত।
আকাশ নিউজ ডেস্ক 

























