অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অভিযান চালিয়ে ডোবা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬৬ বোতল অ্যালকোহল উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার কানপাড়া বাজুখলসী এলাকা থেকে এ্যালকোহলের বোতলগুলো উদ্ধার করে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আলম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার কানপাড়া বাজুখলসী এলাকার জনৈক তাহের আলীর বাড়ি পাশের একটি ডোবা থেকে ১৬৬ বোতল অ্যালকোহল উদ্ধার করে থানার এস আই মনিরুজ্জামান।
পরে সেগুলো জব্দ করে থানায় আনা হয়েছে এবং ধ্বংস করতে বিজ্ঞ আদালতের অনুমতি চাওয়া হয়েছে। বোতলগুলোর গায়ে সেবা হোমিও ল্যাবরেটরি গাজীপুর লেখা ছিল বলেও জানান ওসি।
আকাশ নিউজ ডেস্ক 






















