অাকাশ জাতীয় ডেস্ক:
অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের গলিত মৃতদেহ উদ্ধার করেছে টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ। রোববার দুপুরে মির্জাপুর থানা পুলিশ উপজেলার পাকুল্যা পূর্ব পাড়া গ্রামের একটি ধান ক্ষেত থেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সুবেদার মেজর আব্দুল মান্নানের (৭৫) গলিত মৃতদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের গোড়ান গ্রামে।
জানা গেছে, আব্দুল মালেক গত ১৮ অক্টোবর সকাল ১১টার দিকে তার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। পরদিন ১৯ অক্টোবর তার ছেলে শাহ সুলতান মাহমুদ মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন। নিখোঁজের ১১ দিনপর রোববার দুপুরে পাকুল্যা পূর্বপাড়ার ধানক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। সে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে সাধারণ ডায়রীতে উল্লেখ করা হয়েছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হকের সঙ্গে কথা হলে তিনি বলেন, পাকুল্যা ধান ক্ষেত থেকে উদ্ধার হওয়া মৃত ব্যক্তি আব্দুল মান্নান মানসিক রোগী ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 






















