অাকাশ জাতীয় ডেস্ক:
ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় নাশকতা বিরোধী বিশেষ অভিযানে ছয় বিএনপি-জামায়াত কর্মীসহ ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত থেকে শুক্রবার (২৭ অক্টোবর) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
আজবাহার আলী শেখ জানান, জেলাব্যাপী সন্ত্রাস ও নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানে সদর থেকে ৪ বিএনপি কর্মীসহ ১৭ জন,হরিণাকুন্ডু থেকে ১ বিএনপি কর্মীসহ ৪ জন, শৈলকুপায় ৮ জন, মহেশপুর থেকে ২ জন ও কোটচাঁদপুর থেকে ১ জামায়াত কর্মীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘অভিযানে বেশকিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।’
আকাশ নিউজ ডেস্ক 























