মির্জাপুরে তিন বছরের ভাগ্নির মত্যুশোকে খালার আত্মহত্যা

0
66

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের মির্জাপুরে তিন বছরের শিশু পানিতে ডুবে মারা যাওয়ার শোক সইতে না পেরে খালা শারমীন আক্তারও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে মির্জাপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাওয়ার কুমারজানী গ্রামের হাতিম টাউন এলাকায়। নিহত শারমিন আক্তার কুমারজানী গ্রামের শাজাহান মিয়ার মেয়ে।

জানা গেছে, নিহত শিশু কনিকার মা সাহিদা বেগম ও বাবা কবির হোসেন গার্মেন্টস শ্রমিক। এ কারণে তারা ভাড়া বাসা নিয়ে অন্যত্র বসবাস করেন। মা বাবা দুজনই কর্মজীবী হওয়ায় মেয়ে কনিকাকে তার নানার বাড়ি রেখেছিলেন। শিশু কনিকাকে তার খালা শারমিনই লালন পালন করতেন। বৃহস্পতিবার দুপুরে সকলের অজান্তে কনিকা বাড়ির পাশে নদীর পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির পর এলাকাবাসী পানি থেকে কনিকাকে উদ্ধার উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাগ্নির মৃত্যুর শোক সইতে না পেরে খালা শারমিন আক্তার (১৪) তাদের বসত ঘরের ভেতর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। মর্মান্তিক এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে।