অাকাশ জাতীয় ডেস্ক:
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে এক পরিবারের ছয় রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ।
মুজিবনগর থানার ওসি মনিরুল ইসলাম জানান, বুধবার ভোরে কেদারগঞ্জ বাজার থেকে রোহিঙ্গা পরিবারটিকে আটক করে পুলিশ।
থানীয়দের বরাতে তিনি বলেন, তারা কেদারগঞ্জ বাজারে আসার পর কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
“জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, সাত মাস আগে মিয়ানমারে নির্যাতনে শিকার হয়ে তারা ভারতের পাঞ্জাব শহরে চলে যায়। পরে তাদের ভারতীয় পুলিশ আটক করে গাড়ি করে সীমান্তে নিয়ে আসে। ভোরে বিএসএফ গেট খুলে বাংলাদেশে ঢুকিয়ে দেয়।”
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।
আকাশ নিউজ ডেস্ক 

























