অাকাশ নিউজ ডেস্ক:
যৌনতা বিষয়ক কোনও কথা শুনলে এখনও কানে হাত চাপা দেয় সমাজ। কখনও ‘এবাবা ইস, চুপ কর’। আবার কখনও যৌনতা নিয়ে নানারকম ননভেজ জোক। কিন্তু এই বিষয়ে ভুল ধারণা তৈরি হলে যে সমাজেরই ক্ষতি হবে, তা সমাজ নিজেই বোঝে না। তাই লজ্জ্বা, মজা, ভয়ের তলায় চাপা পড়ে এই গুরুত্বপূর্ণ বিষয়টি। আর এর শিকার হন মহিলারা। মা বাবাও ঠিক করে বোঝাতে অস্বস্তি বোধ করেন। তাই নিজেদের জিজ্ঞাস্য থাকলেও চুপ করে থাকতে হয়। যদিও এখন গুগলের কৃপায় উত্তর পাওয়া সহজ হয়েছে। আর যারা গুগল ব্যবহার করতে পারেন না তাদের দুর্ভাগ্য। আবার সমস্যা দেখা দিলে চিকিৎসকের কাছে যাওয়ার আগে হাজার ভাবনা।
সমাজের এই তথাকথিত রাখঢাককে ভেঙে যৌনতা সম্পর্কিত ভুল ধারণ কাটিয়ে শিক্ষা দিচ্ছে দিল্লির একটি স্বেচ্ছাসেবী সংস্থা হাইয়া। তাদের উদ্দেশ্যই হল দেশকে আরও উন্নন্ত ও শিক্ষিত করা। হাইয়ার ম্যানেজার মৃণালিনী দয়াক জানান, “এই রাখঢাকের ফলে এত ক্ষতি হয়েছে যে, সেক্সুয়াল ইনফেকশন বা অন্তঃসত্তা হয়ে পরলে অবিবাহিত মেয়েরা সবার আগে সমাজের কোথা ভেবে ভয় পান।” তাই এই ধারণা পরিবর্তন করতে সবরকমের প্রশ্নের উত্তর দেবে হাইয়া।