আকাশ স্পোর্টস ডেস্ক:
পাকিস্তানের অফ-স্পিনার মোহাম্মদ হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
বৃহস্পতিবার আইসিসি জানিয়েছে, শ্রীলংকার বিরুদ্ধে আবুধাবিতে বুধবার অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচে তার বোলিং অ্যাকশন ঠিক ছিল না।
এ নিয়ে হাফিজের বোলিং অ্যাকশনের বিরুদ্ধে তিনবার অভিযোগ উত্থাপন করা হলো।
আইসিসি বলছে, এ সম্পর্কিত যাবতীয় তথ্য পাকিস্তান দলের ম্যানেজারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর ফলে আইসিসির বৈধ বোলিং নিয়মের অধীনে হাফিজের বোলিং যাচাই-বাছাই করা হবে।
এর আগে ২০১৪ সালে ও গত এপ্রিল মাসে তার বোলিং নিয়ে আপত্তি তোলা হয়। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাকে ১২ মাসের জন্য অবৈধ করা হয়।
২০১৬ সালের ১৭ নভেম্বর তার বোলিং অ্যাকশন পুনরায় যাচাই-বাছাই ও মূল্যায়ন করার তাকে আবার খেলার অনুমতি দেয়া হয়।
আকাশ নিউজ ডেস্ক 

























