অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
শিশুদের দিকে নজর রাখা খুব জরুরি। কখন যে কি ঘটিয়ে বসবে তা জানার উপায় থাকে না। বিশেষ করে খেলার সময়। চীনের এক শিশু এমনই বিপত্তি ঘটিয়ে বসল । খেলতে গিয়ে তার মাথা আটকে গেল দুই দেওয়ালের মাঝে। সেই মাথা বের করতে কী কাণ্ডই না করতে হয়।
কীভাবে ছোট্ট শিশুর মাথা এই দুই দেওয়ালের মাঝে ঢুকে গিয়েছিল তা কেউ জানে না। কিন্তু পরিস্থিতি বেশ খারাপ ছিল। শিশুর নড়াচড়া করার কোনও উপায় ছিল না। দমকলকর্মীরা প্রথমে দেওয়াল ভাঙার চেষ্টা করেন। কিন্তু ছোট্ট শিশুটি দেওয়ালে সামান্য কম্পনেও খুব ব্যথা পাচ্ছিল ।
অনেক পক্রিয়া অবলম্বনের পর শেষমেষ শিশুর মাথার পাশ দিয়ে পিচ্ছিল তেল ঢেলে দেওয়া হয়। তারপর ধীরে ধীরে মাথাটি বেরিয়ে আসে।
শিশুটির মস্তিষ্কে কিছুটা আঘাত লেগেছে। তবে তা তেমন গুরুতর নয় বলেই চিকিৎসকরা জানিয়েছেন। ঘটনায় ভীষণ ভয় পেয়েছে শিশুটি। আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে সে। এই অবস্থা থেকে তার বের হতে সময় লাগবে বলে ডাক্তাররা জানিয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























