অাকাশ জাতীয় ডেস্ক:
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন তিনজন।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। লাকসাম রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কান্তি বড়ুয়া সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন বিজয়পুর রেল ক্রসিংয়ের সামনে একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























