অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মহিবুল্লাহ (৫) নামে এক এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু মহিবুল্লাহ উপজেলার পানানগর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
নিহতের বাবা সিদ্দিকুর রহমান জানান, তার ছোট ছেলে মহিবুল্লাহ রোববার দুপুরের দিকে বাড়ির পাশে খেলাধূলা করছিল। কোন এক সময় সে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘ সময় ছেলের খোঁজ না পেয়ে পুকুরে খুঁজতে গিয়ে ছেলেকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করা হলেও ততক্ষনে তার ছেলে মারা যায়। বিকেলে পারিবারিক কবরস্থানে ছেলে মহিবুল্লাহকে দাফন করা হয় বলে জানান সিদ্দিকুর রহমান।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় ইউডি মামলা দায়ের করা হয়নি। এদিকে, শিশু মহিবুল্লাহর মৃত্যুতে পরিবারের স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আকাশ নিউজ ডেস্ক 
























