অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত বেড়ে অন্তত ২৭৬ জন হয়েছে। এ ছাড়া আহত হয়েছে তিন শতাধিক লোক। দেশটির তথ্যমন্ত্রীর বরাত দিয়ে আলজাজিরা এ খবর দিয়েছে। শনিবার দেশটির রাজধানী মোগাদিসুতে ভয়াবহ এ হামলার ঘটনা ঘটে।
তবে এখন পর্যন্ত কোনো গ্রুপ এ হামলার দায় স্বীকার করেনি। যদিও দেশটির আল শাবাব বিদ্রোহীরা সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত আন্দোলন করছে। এর আগে তারা অনেক হামলার দায় স্বীকার করেছে। তথ্যমন্ত্রী আদ্বির রহমান ওসমান রোববার এক টুইটার বার্তায় ওই হতাহতের কথা জানান। ভয়াবহ ওই হামলায় আশপাশের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনের ক্ষয়ক্ষতি হয়।
এই হামলাকে বর্বরোচিত উল্লেখ করে ওসমান জানান, তুরস্ক, ইথিওপিয়া ও কেনিয়াসহ বেশ কিছু দেশ চিকিৎসা সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে। এদিকে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মাদ আব্দুল্লাহি মোহাম্মাদ ফার্মাজো রোববার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।
তিনি বলেন, ‘নিরাপরাধ মানুষের মৃত্যুতে আমার তিন দিনের শোক পালন করব, জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হবে। এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার এবং একত্রে প্রার্থনা করার। সন্ত্রাসীরা কখন জিততে পারবে না।’
টুইটারে দেওয়া ওই ঘোষণায় তিনি আহতদের এবং নিহতদের পরিবারকে সহযোগিতা করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান।মোগাদিসুর বাসিন্দারা বলছেন, এর আগে তারা এ ধরনের বিস্ফোরণের শব্দ কখনো শোনেননি। অন্যদিকে এ ঘটনার পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান কোনো প্রকার ব্যাখ্যা ছাড়াই পদত্যাগ করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 

























