অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর পুরান ঢাকা এলাকা থেকে প্রায় ৩৫ কোটি ৪০ হাজার টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ঢাকা জেলা প্রশাসন কোস্টগার্ড এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে গঠিত মোবাইল কোর্ট।
আজ রবিবার ভোর ৬টায় হাকিম হাবিবুর রহমান রোড, ছোট কাঠরা, খাজা সুপার মার্কেট, সিজান ভবন এবং আল সাহানী মার্কেট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসন কোস্টগার্ড এবং মৎস্য অধিদপ্তর। এসময় বিভিন্ন গুদাম ঘর হতে ১,৭৭,০০,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ৩৫,৪০,০০,০০০ (পঁয়ত্রিশ কোটি চল্লিশ লক্ষ টাকা)। জব্দকৃত কারেন্ট জাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর উপস্থিতিতে ধবংস করা হয়।
মৎস্য অধিদপ্তর হতে ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা জনাব সৈয়দ মোঃ আলমগীর এবং মো: আবুল কাশেম , মৎস্য জরিপ কর্মকর্তা, কোস্টগার্ডের পক্ষে লেফটেনেন্ট শাখাওয়াত কবির ,বিএন ও লেফটেনেন্ট এম এনায়েত উল্লাহ বিএন উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 

























