অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
রোহিঙ্গা সংকট নিরসনে নিরাপত্তা পরিষদে ফের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবারের রুদ্ধদ্বার বৈঠকে ৩টি বিষয়ে ঐকমত্য হয়েছে। তবে চীন ও রাশিয়ার বাধার কারণে রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের বিরুদ্ধে কোনো প্রস্তাব আনা যায়নি।
এদিন বৈঠকে উপস্থিত আনান কমিশনের শীর্ষ ব্যক্তি কফি আনানের কাছে রাখাইন পরিস্থিতি এবং সংকট নিরসনের সুপারিশ সম্পর্কে জেনেছেন পরিষদের সদস্যরা।
যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্যোগে শুক্রবার নিরাপত্তা পরিষদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পরিষদের সদস্য দেশগুলো ছাড়াও জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 
























