অাকাশ জাতীয় ডেস্ক:
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় বিউটি রানী রায় (২৫) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর লাশ পুকুরের পানিতে পাওয়া গেছে। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার পশ্চিম নওদাবাস গ্রামে বাড়ির পার্শ্বে একটি পুকুরে লাশটি দেখতে পায় পরিবারের লোকজন।
বিউটি রানী রায় উপজেলার ওই গ্রামের বিরেন্দ্রনাথের একমাত্র মেয়ে। এছাড়াও মানসিক সমস্যা থাকায় বিয়ের পর তার স্বামীর সাথে ২০১৫ সালে বিচ্ছেদ ঘটে।
এ বিষয়ে নওদাবাস ইউনিয়নের চেয়ারম্যান অশ্বিনী কুমার বসুনিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিউটি রানী রায় একজন মানসিক ভারসাম্যহীন ও স্বামী পরিত্যক্ত নারী। মানসিক সমস্যা থাকায় তার স্বামীর সাথে বিচ্ছেদ ঘটে। গত ৪-৫ দিন থেকে সে নিখোঁজ ছিলো। তারপর গত দুইদিন হলো বাসায় আসে। তার পরিবারের লোকজন জানায় যে সে আত্মীয়র বাড়িতে ছিলো। এরই মধ্যে আজ সকাল সাড়ে নয়টার দিকে তার পরিবারের লোকজন বাড়ি পাশে একটি পুকুরে তার লাশটি ভেসে থাকতে দেখে। পরে আমাকে খবর দিলে আমি থানা পুলিশকে অবগত করি।
এ বিষয়ে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি খবর পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
আকাশ নিউজ ডেস্ক 






















