অাকাশ জাতীয় ডেস্ক:
পাবনা সদর উপজেলার চর বাঙ্গাবাড়িয়া এলাকা থেকে মাদকসহ এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় আটক করা হয় আরো একজনকে। শুক্রবার রাতে তাদের আটক করা হয়। আটক দুইজন হলেন-ঈশ্বরদী উপজেলার চর কুড়–লিয়া গ্রামের মৃত ফরহাদ মালিথার ছেলে লক্ষীকুন্ডা ইউনিয়নের ৯ নম্বার ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান হাবিব (৩২) ও একই গ্রামের আলতাব আলী খানের ছেলে হাফিজুর রহমান খান (২৬)।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সদর উপজেলার চর বাঙ্গাবাড়িয়া এলাকা থেকে ইউপি সদস্যসহ দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন ও একশ’ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদক আইনে মামলা দায়েরের পর আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান ওসি।
আকাশ নিউজ ডেস্ক 
























