অাকাশ জাতীয় ডেস্ক:
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাগহাতা হাওরে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বজ্রপাতে দুই সহোদর মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, উপজেলার কাগাপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাগহাতা গ্রামের আক্কাছ আলী মিয়ার দুই ছেলে বাবুল মিয়া (২৭) ও ইরফান আলী (১৫)।
জানা যায়, শুক্রবার ভোরে উপজেলার বাগহাতা হাওরে মাছ ধরতে যান ওই দুই সহোদর। সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তারা মারা যান।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, মাছ ধরতে গিয়ে হাওরে দুই সহোদর বজ্রাপাতে মারা গেছে।
আকাশ নিউজ ডেস্ক 






















