ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

কন্যাশিশুদের অধিকার রক্ষায় সরকার সচেতন: চুমকি

অাকাশ জাতীয় ডেস্ক:

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, কন্যাশিশুদের অধিকার রক্ষায় সরকার সচেতন। শুক্রবার ‘জাতীয় কন্যাশিশু দিবস-২০১৭’ উপলক্ষে আয়োজিত র‌্যালি, আলোচনা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশকে মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত করতে ছেলে বা মেয়ে সব শিশুকেই বিশ্বমানের যোগ্যতায় গড়ে তুলতে সরকার শিক্ষাসহ সর্বক্ষেত্রে সমান গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে।

তিনি আরো বলেন, সরকার কন্যাশিশুদের অধিকার নিশ্চিত করতে বাল্যবিবাহ বন্ধ আইন, কিশোরী ক্লাব গঠনসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। এছাড়া দেশের অধিকাংশ পরিবারে ছেলে শিশুদের এখনও বেশি গুরুত্ব দেয়া হচ্ছে, যা ঠিক নয় উল্লেখ করে তিনি বলেন, সরকার এমন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করে যাচ্ছে, যেখানে ছেলে বা মেয়ে শিশুদের মধ্যে কোন ভেদাভেদ থাকবে না।

এর আগে প্রতিমন্ত্রী সকাল ৯টায় রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে র‌্যালীর মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। র‌্যালীটি শাহবাগ থেকে টিএসসি হয়ে শিশু একাডেমি চত্বরে এসে শেষ হয়। র‌্যালীতে মহিলা ও শিশু বিষয়ক সচিব নাছিমা বেগম এবং শিশু একাডেমি ও জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের নেতৃবৃন্দ অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

কন্যাশিশুদের অধিকার রক্ষায় সরকার সচেতন: চুমকি

আপডেট সময় ০৪:০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, কন্যাশিশুদের অধিকার রক্ষায় সরকার সচেতন। শুক্রবার ‘জাতীয় কন্যাশিশু দিবস-২০১৭’ উপলক্ষে আয়োজিত র‌্যালি, আলোচনা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশকে মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত করতে ছেলে বা মেয়ে সব শিশুকেই বিশ্বমানের যোগ্যতায় গড়ে তুলতে সরকার শিক্ষাসহ সর্বক্ষেত্রে সমান গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে।

তিনি আরো বলেন, সরকার কন্যাশিশুদের অধিকার নিশ্চিত করতে বাল্যবিবাহ বন্ধ আইন, কিশোরী ক্লাব গঠনসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। এছাড়া দেশের অধিকাংশ পরিবারে ছেলে শিশুদের এখনও বেশি গুরুত্ব দেয়া হচ্ছে, যা ঠিক নয় উল্লেখ করে তিনি বলেন, সরকার এমন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করে যাচ্ছে, যেখানে ছেলে বা মেয়ে শিশুদের মধ্যে কোন ভেদাভেদ থাকবে না।

এর আগে প্রতিমন্ত্রী সকাল ৯টায় রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে র‌্যালীর মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। র‌্যালীটি শাহবাগ থেকে টিএসসি হয়ে শিশু একাডেমি চত্বরে এসে শেষ হয়। র‌্যালীতে মহিলা ও শিশু বিষয়ক সচিব নাছিমা বেগম এবং শিশু একাডেমি ও জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের নেতৃবৃন্দ অংশ নেন।