অাকাশ জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ষড়যন্ত্র করতে চেয়েছিল প্রধান বিচারপতিকে নিয়ে। প্রধান বিচারপতির ছুটিতে যাওয়া নিয়ে বিএনপির প্রতিক্রিয়াই তা প্রমাণ করে। বুধবার স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় ঢাকা রিপোটার্স ইউনিটিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটি কেন নিলেন তা নিয়ে বিএনপি নেতাদের যে বক্তব্য, তাতে তারা প্রমাণ করেছে প্রধান বিচারপতিকে নিয়ে দেশের ভিতরে যে ষড়যন্ত্র করতে চেয়েছিলেন তাতে তারা ব্যর্থ হয়েছে।
রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলার আগে আপনারা আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়া কেন আসেননি সেটির জবাব আগে দেন। তারপর আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পাবেন।
আকাশ নিউজ ডেস্ক 






















