অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের নিজের পাঁয়ে দাঁড়াতে হবে। অনেক বিপদ আসবে, অনেক ত্যাগ শিকার করতে হবে। অসংখ্য মামলা দেয়া হয়েছে, আরও ত্যাগ স্বীকার করতে হবে। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মঙ্গলবার বিকালে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, আমাদের অনেক ভাইকে তুলে নিয়ে গেছে, আমরা ভুলে যাব না। ভবিষ্যতে বিজয় অর্জন করতে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে। নিজেদের প্রত্যয়কে শক্তিশালী করে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে অপশক্তিকে পরাজিত করার অঙ্গীকার করতে হবে।
এছাড়া ওরা জানে নিরপেক্ষ সরকারের অধীনে যদি নির্বাচন হয়, বাংলাদেশের মানুষ যদি ভোট দিতে পারে তাহলে তারা ক্ষমতায় আসতে পারবে না। তাই সেভাবে নির্বাচন দিতে চায় না। তারা খালি মাঠে ডিব্লিং করে গোল দিতে চায়।
তিনি আরো বলেন, সরকারের ভয়াবহ নীলনকশা নস্যাৎ করে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। কেউ এসে আমাদের জনগণের অধিকার প্রতিষ্ঠিত করে দিয়ে যাবে না। আমাদেরকেই অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
এছাড়া কোথায় সমস্যা তা চিহ্নিত করে জনগণের কাছে যেতে হবে। শুধু প্রেসক্লাবের আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করতে কাজ করে যেতে হবে।
আকাশ নিউজ ডেস্ক 






















