আকাশ জাতীয় ডেস্ক :
রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসা থেকে শাহানুর রহমান (৪৪) নামে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে লাশ উদ্ধারের পর রাতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। শাহানুর সোনালী ব্যাংকের মতিঝিল শাখায় অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
খিলগাঁও থানার এসআই সুমন দেবনাথ বলেন, খিলগাঁওয়ের ৪২৯/সি নম্বর ভবনের তৃতীয় তলার বাসা থেকে বিকেল সাড়ে ৫টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক চাপ ও বিষণ্নতার কারণে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
মৃতের ছোট ভাই মোস্তাফিজুর রহমান জানান, প্রায় দুই মাস আগে স্ত্রীর সঙ্গে শাহানুরের বিচ্ছেদ হয়। এ নিয়ে তিনি বিষণ্নতায় ভুগছিলেন। পাশাপাশি ব্যক্তিগত ঋণসহ বিভিন্ন বিষয়ে মানসিক চাপে ছিলেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 

























