ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি, বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে: আসিফ মাহমুদ কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান ‘তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে রাজনৈতিক দলগুলো একমত’:আলী রিয়াজ পুরো বাংলাদেশের কাছে মির্জা আব্বাস বাহিনীর হামলার বিচার দিলাম: নাসীরুদ্দীন চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি: মির্জা আব্বাস শীর্ষ জেনারেলকে বরখাস্ত করলেন শি জিনপিং ইলিয়াস মোল্লাহর জমি–গাড়ি–মার্কেট–ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ ডেনমার্ক-গ্রিনল্যান্ড নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ‘রাজনীতি শুধু ক্রিকেট নয়, গোটা মানবজাতির ক্ষতি করছে’: সাকলাইন মুশতাক ময়মনসিংহে জনসভায় যোগ দিয়েছেন তারেক রহমান

দোয়াই অসম্ভবকে সম্ভব করে দেয়

আকাশ জাতীয় ডেস্ক : 

মানুষ যখন ক্লান্ত হয়ে পড়ে, পথ হারায়, কিংবা চারদিক অন্ধকার মনে হয়— ঠিক তখনই দোয়া হয়ে ওঠে আশার শেষ আলো। দুনিয়ার কোনো দরজা যখন বন্ধ হয়ে যায়, আসমানের দরজা তখনও খোলা থাকে। কারণ আমরা ডাক দিচ্ছি এমন এক সত্তাকে, যার জন্য অসম্ভব বলে কিছুই নেই। তার একটি কথাই যথেষ্ট— হয়ে যাও- ‘কুন’, আর সঙ্গে সঙ্গেই হয়ে যায়-‘ফায়া কুন’।

তাইতো মানুষের প্রতি উপদেশ হলো— কুন ফায়া কুন, কখনোই দোয়া করা ছেড়ে দিও না। তুমি সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করছো; আল-মুক্তাদির। যিনি তোমাকে যা চাইবে তা দেবেন, এমনকি যদি তুমি তা অসম্ভব বলে মনে করো। দয়া করে, তোমার দোয়া এক সেকেন্ডের জন্যও সন্দেহ করো না। যখন তুমি দোয়া করবে, তখন আন্তরিকতার সঙ্গে করো। তবেই তুমি সফলকাম।

কুরআনের আলোকে ‘দোয়া ও কুন ফায়া কুন’

আল্লাহ তাআলা বলেন—

দোয়া শুধু ইবাদতই নয়, এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি সরাসরি প্রতিশ্রুতি। আল্লাহ তাআলা বলেন—

إِنَّمَا أَمْرُهُ إِذَا أَرَادَ شَيْئًا أَنْ يَقُولَ لَهُ كُنْ فَيَكُونُ

‘তিনি যখন কোনো কিছুর ফয়সালা করেন, তখন শুধু বলেন—‘হও’, আর সঙ্গে সঙ্গে তা হয়ে যায়।’ (সুরা ইয়াসিন: আয়াত ৮২)

আর দোয়া সম্পর্কে মহান আল্লাহ বলেন—

وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ

‘তোমাদের রব বলেছেন— আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা গাফির: আয়াত ৬০)

হাদিসের আলোকে দোয়ায় দৃঢ় বিশ্বাস:

সন্দেহ, হতাশা ও তাড়াহুড়া— দোয়া কবুলের সবচেয়ে বড় প্রতিবন্ধক। তাই দৃঢ়তার সঙ্গে দোয়া করুন, অপেক্ষা করুন, আল্লাহর ওপর ভরসা করুন। দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

ادْعُوا اللَّهَ وَأَنْتُمْ مُوقِنُونَ بِالْإِجَابَةِ

‘আল্লাহর কাছে দোয়া করো এই দৃঢ় বিশ্বাস নিয়ে যে, তিনি তা কবুল করবেন।’ (তিরমিজি ৩৪৭৯)

রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন—

يُسْتَجَابُ لِأَحَدِكُمْ مَا لَمْ يَعْجَلْ

‘তোমাদের দোয়া কবুল করা হয়, যতক্ষণ না সে তাড়াহুড়া করে।’ (বুখারি, মুসলিম)

বর্তমান সময়ের আলোকে করণীয়:

আজকের সময়ে মানুষ দ্রুত ফল চায়, ধৈর্য হারিয়ে ফেলে। এই বাস্তবতায় আমাদের করণীয়—

> দোয়াকে জীবনের নিয়মিত অভ্যাস বানানো

> ফল কখন আসবে— তা আল্লাহর ওপর ছেড়ে দেওয়া

> দোয়ার সঙ্গে হালাল উপার্জন ও সৎ আমল জুড়ে দেওয়া

> কঠিন সময়ে দোয়া ছাড়ার বদলে আরও আঁকড়ে ধরা

> ‘অসম্ভব’ শব্দটি নিজের হৃদয় থেকে মুছে ফেলা

রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

الدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ

‘দোয়াই হলো ইবাদতের সারমর্ম।’ (আবু দাউদ ১৪৭৯, তিরমিজি ২৯৬৯)

দোয়া কখনো শূন্যে যায় না— হয়তো সঙ্গে সঙ্গে কবুল হয়, হয়তো দেরিতে, অথবা আরও উত্তম কিছুর জন্য জমা থাকে। যে আল্লাহ ‘কুন ফায়া কুন’-এর মালিক, তাঁর কাছে চোখের পানি আর ভাঙা হৃদয় কখনো অমূল্য নয়। তাই দোয়া করো, বিশ্বাস নিয়ে করো, আর কখনোই হাল ছেড়ে দিও না। কারণ তুমি ডাকছো আল-মুক্তাদিরকে—যাঁর কাছে অসম্ভব বলে কিছু নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি, বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে: আসিফ মাহমুদ

দোয়াই অসম্ভবকে সম্ভব করে দেয়

আপডেট সময় ০৭:১৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

আকাশ জাতীয় ডেস্ক : 

মানুষ যখন ক্লান্ত হয়ে পড়ে, পথ হারায়, কিংবা চারদিক অন্ধকার মনে হয়— ঠিক তখনই দোয়া হয়ে ওঠে আশার শেষ আলো। দুনিয়ার কোনো দরজা যখন বন্ধ হয়ে যায়, আসমানের দরজা তখনও খোলা থাকে। কারণ আমরা ডাক দিচ্ছি এমন এক সত্তাকে, যার জন্য অসম্ভব বলে কিছুই নেই। তার একটি কথাই যথেষ্ট— হয়ে যাও- ‘কুন’, আর সঙ্গে সঙ্গেই হয়ে যায়-‘ফায়া কুন’।

তাইতো মানুষের প্রতি উপদেশ হলো— কুন ফায়া কুন, কখনোই দোয়া করা ছেড়ে দিও না। তুমি সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করছো; আল-মুক্তাদির। যিনি তোমাকে যা চাইবে তা দেবেন, এমনকি যদি তুমি তা অসম্ভব বলে মনে করো। দয়া করে, তোমার দোয়া এক সেকেন্ডের জন্যও সন্দেহ করো না। যখন তুমি দোয়া করবে, তখন আন্তরিকতার সঙ্গে করো। তবেই তুমি সফলকাম।

কুরআনের আলোকে ‘দোয়া ও কুন ফায়া কুন’

আল্লাহ তাআলা বলেন—

দোয়া শুধু ইবাদতই নয়, এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি সরাসরি প্রতিশ্রুতি। আল্লাহ তাআলা বলেন—

إِنَّمَا أَمْرُهُ إِذَا أَرَادَ شَيْئًا أَنْ يَقُولَ لَهُ كُنْ فَيَكُونُ

‘তিনি যখন কোনো কিছুর ফয়সালা করেন, তখন শুধু বলেন—‘হও’, আর সঙ্গে সঙ্গে তা হয়ে যায়।’ (সুরা ইয়াসিন: আয়াত ৮২)

আর দোয়া সম্পর্কে মহান আল্লাহ বলেন—

وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ

‘তোমাদের রব বলেছেন— আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা গাফির: আয়াত ৬০)

হাদিসের আলোকে দোয়ায় দৃঢ় বিশ্বাস:

সন্দেহ, হতাশা ও তাড়াহুড়া— দোয়া কবুলের সবচেয়ে বড় প্রতিবন্ধক। তাই দৃঢ়তার সঙ্গে দোয়া করুন, অপেক্ষা করুন, আল্লাহর ওপর ভরসা করুন। দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

ادْعُوا اللَّهَ وَأَنْتُمْ مُوقِنُونَ بِالْإِجَابَةِ

‘আল্লাহর কাছে দোয়া করো এই দৃঢ় বিশ্বাস নিয়ে যে, তিনি তা কবুল করবেন।’ (তিরমিজি ৩৪৭৯)

রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন—

يُسْتَجَابُ لِأَحَدِكُمْ مَا لَمْ يَعْجَلْ

‘তোমাদের দোয়া কবুল করা হয়, যতক্ষণ না সে তাড়াহুড়া করে।’ (বুখারি, মুসলিম)

বর্তমান সময়ের আলোকে করণীয়:

আজকের সময়ে মানুষ দ্রুত ফল চায়, ধৈর্য হারিয়ে ফেলে। এই বাস্তবতায় আমাদের করণীয়—

> দোয়াকে জীবনের নিয়মিত অভ্যাস বানানো

> ফল কখন আসবে— তা আল্লাহর ওপর ছেড়ে দেওয়া

> দোয়ার সঙ্গে হালাল উপার্জন ও সৎ আমল জুড়ে দেওয়া

> কঠিন সময়ে দোয়া ছাড়ার বদলে আরও আঁকড়ে ধরা

> ‘অসম্ভব’ শব্দটি নিজের হৃদয় থেকে মুছে ফেলা

রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

الدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ

‘দোয়াই হলো ইবাদতের সারমর্ম।’ (আবু দাউদ ১৪৭৯, তিরমিজি ২৯৬৯)

দোয়া কখনো শূন্যে যায় না— হয়তো সঙ্গে সঙ্গে কবুল হয়, হয়তো দেরিতে, অথবা আরও উত্তম কিছুর জন্য জমা থাকে। যে আল্লাহ ‘কুন ফায়া কুন’-এর মালিক, তাঁর কাছে চোখের পানি আর ভাঙা হৃদয় কখনো অমূল্য নয়। তাই দোয়া করো, বিশ্বাস নিয়ে করো, আর কখনোই হাল ছেড়ে দিও না। কারণ তুমি ডাকছো আল-মুক্তাদিরকে—যাঁর কাছে অসম্ভব বলে কিছু নেই।