ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি, বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে: আসিফ মাহমুদ কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান ‘তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে রাজনৈতিক দলগুলো একমত’:আলী রিয়াজ পুরো বাংলাদেশের কাছে মির্জা আব্বাস বাহিনীর হামলার বিচার দিলাম: নাসীরুদ্দীন চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি: মির্জা আব্বাস শীর্ষ জেনারেলকে বরখাস্ত করলেন শি জিনপিং ইলিয়াস মোল্লাহর জমি–গাড়ি–মার্কেট–ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ ডেনমার্ক-গ্রিনল্যান্ড নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ‘রাজনীতি শুধু ক্রিকেট নয়, গোটা মানবজাতির ক্ষতি করছে’: সাকলাইন মুশতাক ময়মনসিংহে জনসভায় যোগ দিয়েছেন তারেক রহমান

শীর্ষ জেনারেলকে বরখাস্ত করলেন শি জিনপিং

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) শীর্ষ পদস্থ কর্মকর্তাদের মধ্যে পরিস্থিতি বেশ গরমই চলছে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের (সিএমসি) ভাইস চেয়ারম্যান জেনারেল ঝাং ইউকসিয়া এবং আরেক শীর্ষ কর্মকর্তা জেনারেল লিউ ঝেনলিকে বরখাস্ত করা হয়েছে। এই পদক্ষেপ চীনের অভিজাত মহলে ক্ষমতার লড়াই ও শীর্ষ নেতৃত্বের নিয়ন্ত্রণ নিয়েও প্রশ্ন তুলেছে।

৭৫ বছর বয়সী ঝাং কেন্দ্রীয় সামরিক কমিশনের একজন প্রধান নেতা ছিলেন। সাধারণত সাত সদস্যের এই কমিশনে এখন কেবল শি জিনপিং এবং জেনারেল ঝাং শেংমিনই রয়ে গেছেন। বাকি সদস্যদের ‘দুর্নীতিবিরোধী’ অভিযানের নামে সরানো হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, পিএলএ এখন বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতিতে সামরিক বাহিনীর সিদ্ধান্ত গ্রহণে সমস্যা হতে পারে। এছাড়াও, এই ঘটনা চীনের ক্ষমতার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ এবং শীর্ষ নেতৃত্বে শি জিনপিংয়ের প্রভাবকে আরও দৃঢ়ভাবে প্রমাণ করে।

সরকারি ঘোষণায় বলা হয়েছে, ঝাং ও লিউকে ‘শৃঙ্খলা ও আইনের গুরুতর লঙ্ঘন’ এবং ‘দুর্নীতি’ এর অভিযোগে তদন্ত করা হচ্ছে। তবে তাদের বিরুদ্ধে বিস্তারিত অভিযোগ জনসমক্ষে প্রকাশ করা হয়নি। সরকারি সংবাদপত্র ‘পিএলএ ডেইলি’ ইতোমধ্যেই তাদেরকে ‘কেন্দ্রীয় কমিটির বিশ্বাসঘাতকতা’ এবং ‘সামরিক কমিশনকে অবমাননা’ করার দোষী হিসেবে দেখিয়েছে।

বিশ্লেষকরা মনে করেন, এসব অপসারণ সামরিক বাহিনীতে সন্দেহ ও আতঙ্কের পরিবেশ তৈরি করবে, যা শীর্ষ পদে থাকা কর্মকর্তাদের সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করতে পারে। বিশেষত, তাইওয়ান দখলের পরিকল্পনার ক্ষেত্রে এই ধরনের নেতৃত্বশূন্যতা এবং ভীতি সামরিক কর্মকাণ্ডকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। তবে চীনের রাজনৈতিক নেতৃত্বে শি জিনপিংয়ের নিয়ন্ত্রণ অটুট থাকায়, দ্বীপে হস্তক্ষেপের সিদ্ধান্ত মূলত তার ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভর করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি, বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে: আসিফ মাহমুদ

শীর্ষ জেনারেলকে বরখাস্ত করলেন শি জিনপিং

আপডেট সময় ০৫:১৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) শীর্ষ পদস্থ কর্মকর্তাদের মধ্যে পরিস্থিতি বেশ গরমই চলছে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের (সিএমসি) ভাইস চেয়ারম্যান জেনারেল ঝাং ইউকসিয়া এবং আরেক শীর্ষ কর্মকর্তা জেনারেল লিউ ঝেনলিকে বরখাস্ত করা হয়েছে। এই পদক্ষেপ চীনের অভিজাত মহলে ক্ষমতার লড়াই ও শীর্ষ নেতৃত্বের নিয়ন্ত্রণ নিয়েও প্রশ্ন তুলেছে।

৭৫ বছর বয়সী ঝাং কেন্দ্রীয় সামরিক কমিশনের একজন প্রধান নেতা ছিলেন। সাধারণত সাত সদস্যের এই কমিশনে এখন কেবল শি জিনপিং এবং জেনারেল ঝাং শেংমিনই রয়ে গেছেন। বাকি সদস্যদের ‘দুর্নীতিবিরোধী’ অভিযানের নামে সরানো হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, পিএলএ এখন বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতিতে সামরিক বাহিনীর সিদ্ধান্ত গ্রহণে সমস্যা হতে পারে। এছাড়াও, এই ঘটনা চীনের ক্ষমতার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ এবং শীর্ষ নেতৃত্বে শি জিনপিংয়ের প্রভাবকে আরও দৃঢ়ভাবে প্রমাণ করে।

সরকারি ঘোষণায় বলা হয়েছে, ঝাং ও লিউকে ‘শৃঙ্খলা ও আইনের গুরুতর লঙ্ঘন’ এবং ‘দুর্নীতি’ এর অভিযোগে তদন্ত করা হচ্ছে। তবে তাদের বিরুদ্ধে বিস্তারিত অভিযোগ জনসমক্ষে প্রকাশ করা হয়নি। সরকারি সংবাদপত্র ‘পিএলএ ডেইলি’ ইতোমধ্যেই তাদেরকে ‘কেন্দ্রীয় কমিটির বিশ্বাসঘাতকতা’ এবং ‘সামরিক কমিশনকে অবমাননা’ করার দোষী হিসেবে দেখিয়েছে।

বিশ্লেষকরা মনে করেন, এসব অপসারণ সামরিক বাহিনীতে সন্দেহ ও আতঙ্কের পরিবেশ তৈরি করবে, যা শীর্ষ পদে থাকা কর্মকর্তাদের সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করতে পারে। বিশেষত, তাইওয়ান দখলের পরিকল্পনার ক্ষেত্রে এই ধরনের নেতৃত্বশূন্যতা এবং ভীতি সামরিক কর্মকাণ্ডকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। তবে চীনের রাজনৈতিক নেতৃত্বে শি জিনপিংয়ের নিয়ন্ত্রণ অটুট থাকায়, দ্বীপে হস্তক্ষেপের সিদ্ধান্ত মূলত তার ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভর করবে।