আকাশ স্পোর্টস ডেস্ক:
ডান পায়ে চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েছেন পেসার মোহাম্মদ আমির। বোলিং করতে পারবেন না চলমান দ্বিতীয় টেস্টেও। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ তথ্য নিশ্চিত করেছে।
দ্বিতীয় টেস্টে ১৯.৩ ওভার বোলিং করেন আমির। এরপর দ্বিতীয় দিনের খেলা শেষে পায়ের ব্যথার কারণে মাঠ ছেড়ে যান আমির। এদিন আর মাঠে নামেননি বাঁহাতি এই পেসার। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, দ্বিতীয় টেস্টে আমির প্রয়োজনে ব্যাটিং করতে পারবেন। পিসিবি জানিয়েছে, আজ আমিরের এমআরআই করানো হবে। তবে ফিজিও এরই মধ্যে তাকে দুই থেকে তিন সপ্তাহের বিশ্রাম দিয়েছে।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে রাখা হয়েছিল আমিরকে। তার পরিবর্তে কাকে নেওয়া হবে তা এখনও জানায়নি পিসিবি। ২০১৬ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর টানা খেলে যাচ্ছেন আমির।
আকাশ নিউজ ডেস্ক 

























