অাকাশ জাতীয় ডেস্ক:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের বাচোর ইউনিয়ন সহদোর গ্রামে ৩ বছর বয়সী শিশুর মুখে বিষ দিয়ে মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে এই ঘটনা ঘটে। ২২ বছর বয়সী মা কহিনুর (কনিকা) (২২) তার ৩ বছরের নিজ সন্তান মাহির মুখে বিষ দিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
পারিবারিক কলহের জের ধরেই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে জানান মৃতের বাবা- কবির। আজ সকালে কহিনুর তার মায়ের সাথে মুঠোফোনে কথা বলেন, সে সময়ে তার মাকে কহিনুর বলেন রাতে তার স্বামী তাকে মারধর করেছে এবং তার কানে প্রচণ্ড ব্যথা অনুভব করছে তার কথা বলতে সমস্যা হচ্ছে বলে ফোনটি রেখে দেন। পরে দুপুর ১২টায় এলাকাবাসী তার ঘরে মরদেহ দড়িতে ঝুলতে দেখে, এবং শিশুটিকে বিছানায় কাতরাতে দেখে শিশুটিকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, রানীশংকৈল থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশের এসআই তাজরুল ও এসআই তালেব ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেন।
রানীশংকৈল থানা অফিসার ইনচার্জ- আব্দুল মান্নান ঘটনা সত্যতা স্বীকার করে বলেন ঘটনাটি জানার চেষ্টা করছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আকাশ নিউজ ডেস্ক 






















