ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

নির্বাচনের আগে সবাই গরিবের বন্ধু হয়ে ওঠেন : নুরুল হক

আকাশ জাতীয় ডেস্ক :

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বলেছেন, গত ৫০ বছর নির্বাচনের আগে সবাই গরিবের বন্ধু হয়েছে, কিন্তু ক্ষমতায় গিয়ে কেউ কথা রাখেনি। আজকে আমরা রাজনীতিবিদদের লুটপাট-দুর্নীতি নিয়ে কথা বলছি। একটা জবাবদিহিতামূলক জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। রাষ্ট্র সংস্কারের মাধ্যমেই নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। এরই অংশ হিসেবে আজকে এ সরকার তিন মাসের জন্য নির্বাচন পরিচালনার সরকার নয়। এ সরকার দেশকে বর্তমান অবস্থা থেকে উত্তরণে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এনে দেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে।

বুধবার বিকাল সাড়ে ৪টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান জেলা পরিষদ হলরুমে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক বলেন, যদি লুটপাট করার আশায় এমপি-মন্ত্রী হন, উপজেলা চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান হন- তাহলে কিন্তু এই পরিস্থিতির আর বদল হবে না। সেই জায়গা ছেড়ে আমাদের আহ্বান থাকবে একটি গণতন্ত্র সহনশীল বাংলাদেশ বিনির্মাণের। এখন সময় এসেছে সঠিক প্রার্থীকে ভোট দিয়ে আপনারা জাতীয় ও স্থানীয় নির্বাচনে বিজয়ী করুন।

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. জাহিদুর রহমান সভাপতিত্ব ও সংগঠনের প্রচার সম্পাদক ফারুক হোসেন সঞ্চালনা করেন। এ সময় বক্তব্য রাখেন- মাহফুজুর রহমান, শহিদুল ইসলাম সহিদ, তোফাজ্জল হোসাইন, মো. শহিদুল ইসলাম সৌরভ, আব্দুল হামিদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

নির্বাচনের আগে সবাই গরিবের বন্ধু হয়ে ওঠেন : নুরুল হক

আপডেট সময় ১০:২৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

আকাশ জাতীয় ডেস্ক :

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বলেছেন, গত ৫০ বছর নির্বাচনের আগে সবাই গরিবের বন্ধু হয়েছে, কিন্তু ক্ষমতায় গিয়ে কেউ কথা রাখেনি। আজকে আমরা রাজনীতিবিদদের লুটপাট-দুর্নীতি নিয়ে কথা বলছি। একটা জবাবদিহিতামূলক জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। রাষ্ট্র সংস্কারের মাধ্যমেই নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। এরই অংশ হিসেবে আজকে এ সরকার তিন মাসের জন্য নির্বাচন পরিচালনার সরকার নয়। এ সরকার দেশকে বর্তমান অবস্থা থেকে উত্তরণে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এনে দেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে।

বুধবার বিকাল সাড়ে ৪টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান জেলা পরিষদ হলরুমে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক বলেন, যদি লুটপাট করার আশায় এমপি-মন্ত্রী হন, উপজেলা চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান হন- তাহলে কিন্তু এই পরিস্থিতির আর বদল হবে না। সেই জায়গা ছেড়ে আমাদের আহ্বান থাকবে একটি গণতন্ত্র সহনশীল বাংলাদেশ বিনির্মাণের। এখন সময় এসেছে সঠিক প্রার্থীকে ভোট দিয়ে আপনারা জাতীয় ও স্থানীয় নির্বাচনে বিজয়ী করুন।

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. জাহিদুর রহমান সভাপতিত্ব ও সংগঠনের প্রচার সম্পাদক ফারুক হোসেন সঞ্চালনা করেন। এ সময় বক্তব্য রাখেন- মাহফুজুর রহমান, শহিদুল ইসলাম সহিদ, তোফাজ্জল হোসাইন, মো. শহিদুল ইসলাম সৌরভ, আব্দুল হামিদ প্রমুখ।