অাকাশ বিনোদন ডেস্ক:
দীর্ঘদিন পর আবারও চলচ্চিত্রে ফিরলেন চিত্রনায়ক আমিন খান। তবে এর মাঝে চলচ্চিত্রের অনেক প্রস্তাব পেলেও ব্যাটে-বলে না মেলার কারণে আর করা হয়নি। তবে এবার সেই বিরতি ভেঙে নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন তিনি। ‘অবতার’ শিরোনামে নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করবেন আমিন খান। এই চলচ্চিত্রে শুধু গল্পই নয়, নিজেকে কেন্দ্র করে চলচ্চিত্রটির অন্যান্য চরিত্রেরও সমন্বয় ভীষণ ভালো লেগেছে তার। তাই ভালোলাগার এই গল্পটিতে অভিনয় করার জন্য চুক্তি স্বাক্ষর করেছেন আমিন খান। চলতি সপ্তাহেই নতুন এই চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি।
আমিন খান বলেন, ‘অনেকদিন পর আমার একটি চলচ্চিত্রের গল্প ভীষণ ভালো লেগেছে। প্রতিনিয়তই তো আসলে অনেক চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব আসে। কিন্তু আমার সাথে যায় এমন গল্প পাই না বলা চলে। অবতার পরিচালক যখন আমাকে গল্পটি শোনালেন, শুরু থেকেই ভালো লেগেছিল। যে কারণে কাজটি করতে সম্মতি জানাই।’
আকাশ নিউজ ডেস্ক 
























