ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

‘তথ্য দিয়ে সহযোগিতা করুন, অপরাধীদের প্রতি নমনীয় হবে না পুলিশ’

আকাশ জাতীয় ডেস্ক :

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান মো. মাসুদ করিম বলেছেন, আপনারা অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন, অপরাধীদের প্রতি পুলিশ কোনো ক্রমেই নমনীয় হবে না।

রাজধানীর গেন্ডারিয়ায় এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। গেন্ডারিয়ার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে পুলিশ, ছাত্র-জনতা ও গেন্ডারিয়া থানা এলাকার সম্মানিত নাগরিকদের সমন্বয়ে মতবিনিময় সভাটির আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ করিম বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গড়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজন রয়েছে। আপনাদের সহযোগিতায় পুলিশ আবারো নতুন করে ঘুরে দাঁড়িয়েছে। আপনারা যেভাবে পুলিশকে পেশাগত দায়িত্ব পালনে সাপোর্ট দিয়েছেন ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবেন বলে প্রত্যাশা করি।

তিনি বলেন, পুলিশের কাছে জনগণের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণে পুলিশ ও জনগণ একে অপরের পারস্পরিক সহযোগিতা নিয়ে কাজ করবে।

সিটিটিসি প্রধান বলেন, মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। আপনারা এসকল অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন। তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারব।

স্বাগত বক্তব্যে ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ছালেহ উদ্দিন বলেন, জনগণের সঙ্গে আমাদের সম্পৃক্ততা আরো বাড়াতে হবে। আমরা আর কখনো অস্ত্র দিয়ে পুলিশিং করব না। সাধারণ মানুষের সাথে মিশে আমরা অপরাধ দমন করতে চাই। মাদকসহ অন্যান্য অপরাধ দমনে পুলিশ নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। আপনারা পুলিশকে সহযোগিতা করুন তাহলে আপনারা সত্যিকারের যে পুলিশি সেবা পেতে চান সেটা পাবেন। আমরা চাই জনগণের সাথে পুলিশের সম্পর্কটা অটুট থাকুক।

মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও গেন্ডারিয়া এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

সভায় উপস্থিত একজন সম্মানিত নাগরিক বলেন, মিথ্যা মামলা রুজু বন্ধ করতে হবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হব। নিজে আইন মানব এবং অন্যকে আইন মানতে উৎসাহ দেব।

ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ছালেহ উদ্দিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় ওয়ারী বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এবং ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘তথ্য দিয়ে সহযোগিতা করুন, অপরাধীদের প্রতি নমনীয় হবে না পুলিশ’

আপডেট সময় ১০:৪১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

আকাশ জাতীয় ডেস্ক :

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান মো. মাসুদ করিম বলেছেন, আপনারা অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন, অপরাধীদের প্রতি পুলিশ কোনো ক্রমেই নমনীয় হবে না।

রাজধানীর গেন্ডারিয়ায় এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। গেন্ডারিয়ার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে পুলিশ, ছাত্র-জনতা ও গেন্ডারিয়া থানা এলাকার সম্মানিত নাগরিকদের সমন্বয়ে মতবিনিময় সভাটির আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ করিম বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গড়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজন রয়েছে। আপনাদের সহযোগিতায় পুলিশ আবারো নতুন করে ঘুরে দাঁড়িয়েছে। আপনারা যেভাবে পুলিশকে পেশাগত দায়িত্ব পালনে সাপোর্ট দিয়েছেন ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবেন বলে প্রত্যাশা করি।

তিনি বলেন, পুলিশের কাছে জনগণের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণে পুলিশ ও জনগণ একে অপরের পারস্পরিক সহযোগিতা নিয়ে কাজ করবে।

সিটিটিসি প্রধান বলেন, মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। আপনারা এসকল অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন। তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারব।

স্বাগত বক্তব্যে ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ছালেহ উদ্দিন বলেন, জনগণের সঙ্গে আমাদের সম্পৃক্ততা আরো বাড়াতে হবে। আমরা আর কখনো অস্ত্র দিয়ে পুলিশিং করব না। সাধারণ মানুষের সাথে মিশে আমরা অপরাধ দমন করতে চাই। মাদকসহ অন্যান্য অপরাধ দমনে পুলিশ নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। আপনারা পুলিশকে সহযোগিতা করুন তাহলে আপনারা সত্যিকারের যে পুলিশি সেবা পেতে চান সেটা পাবেন। আমরা চাই জনগণের সাথে পুলিশের সম্পর্কটা অটুট থাকুক।

মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও গেন্ডারিয়া এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

সভায় উপস্থিত একজন সম্মানিত নাগরিক বলেন, মিথ্যা মামলা রুজু বন্ধ করতে হবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হব। নিজে আইন মানব এবং অন্যকে আইন মানতে উৎসাহ দেব।

ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ছালেহ উদ্দিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় ওয়ারী বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এবং ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।