আকাশ স্পোর্টস ডেস্ক:
ব্রাজিলের সাবেক লিজেন্ড ফুটবলার রোনালদোর সর্বকালের সেরা একাদশে জায়গা পেয়েছেন আর্জেন্টিনার সাবেক ও বর্তমান দুই লিজেন্ড। একজন দেশটির সাবেক ফুটবলার দিয়েগো ম্যারাডোনা এবং অপরজন সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। তবে এই একাদশে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর জায়গা হয়নি।
এই দলের স্ট্রাইকিং পজিশনে আছেন ব্রাজিলের সাবেক লিজেন্ড ফুটবলার পেলে এবং রোনালদো নিজে। ফরোয়ার্ড হিসেবে আছেন মেসি ও ম্যারাডোনা। মাঝমাঠে আছেন ইতালির আন্দ্রে পিরলো এবং ফ্রান্সের জিনেদিন জিদান। লেফট ও রাইট ব্যাক হিসেবে নাম রয়েছে দুই ব্রাজিলিয়ান রবার্তো কার্লোস ও কাফুর। এই তালিকায় ডিফেন্ডার হিসেবে আরও আছেন দুই ইতালিয়ান পাওলো মালদিনি ও ফ্যাবিও ক্যানাভোরো। আর গোলরক্ষক হিসেবে আছেন ইতালির জিয়ানলুইজি বুফন।
দুই আর্জেন্টাইন বাদে এই দলে মূলত: ইতালি ও ব্রাজিলের ফুটবলারই বেশিরভাগ। এদিকে রোনালদোর একাদশে মালদিনি ও মেসি ছাড়া বাকি সবারই বিশ্বকাপ জয়ের রেকর্ড আছে।
আকাশ নিউজ ডেস্ক 
























