আকাশ স্পোর্টস ডেস্ক:
রাশিয়া বিশ্বকাপের চূড়ান্তপর্বের টিকিট আগেই নিশ্চিত হওয়ায় ব্রাজিল শিবিরে তেমন চাপ নেই। তাই বলিভিয়ার বিপক্ষে শেষ ম্যাচে গোলশূন্য ড্র’তেও নির্ভার দলটির ফুটবলাররা।

আগামী ১১ অক্টোবর চিলির বিপক্ষে বাছাইপর্বের শেষ রাউন্ডের খেলা| তাই সেই ম্যাচের আগেও অনুশীলনে উদ্বেগ নেই। নেইমারকে নিয়ে ফিলিপ কুটিনহো ও গ্যাব্রিয়েল জেসাসদের দেখা গেল ফুরফুরে মেজাজেই।

বলিভিয়ায় খেলতে গিয়ে অক্সিজেনের অভাবে নেইমার অবশ্য বেশ ক্ষুব্ধ। সেখানে খেলাটাকে বলেছেন, অমানবিক। তবে সাওপাওলোতে ফিরে সতীর্থদের সঙ্গে যেভাবে আনন্দে মাতলেন তাতে মনে হয় না, সেটা মনে রেখেছেন।

সেখানে আলভেজ-কুটিনহো নেইমারকে নিয়ে রীতিমতো খুনসুটিতে ব্যস্ত ছিলেন। একটি বাঁকানো টেবিল টেনিসে দেখা গেল রোনালদিনহোর সঙ্গেও বল নিয়ে মজা করতে।
আকাশ নিউজ ডেস্ক 

























