ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

রাজনৈতিক প্রভাবমুক্ত ও মানবাধিকার সমুন্নত রেখে কাজের তাগিদ

আকাশ জাতীয় ডেস্ক :

আইন, সংবিধান এবং বিবেক মাথায় রেখে দেশের মানুষের প্রতি সব সময় শ্রদ্ধাশীল থেকে র‌্যাবকে কাজ করতে হবে। কোনো ব্যক্তির প্রতি মাথা নত না করে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে ও মানবাধিকার সমুন্নত রেখে র‌্যাবকে কাজ করার তাগিদও দেওয়া হয়েছে।

মানবাধিকার বিষয়ক আইন-কানুন সম্পর্কে র‌্যাব সদস্যদের ধারণা দিতে মানবাধিকার বিষয়ক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেছেন।

সোমবার র‌্যাব সদর দপ্তরের এলিট হলে এ সেমিনারের আয়োজন করা হয়। র‌্যাবের মিডিয়া শাখা থেকে জানানো হয়েছে, র‌্যাব ফোর্সেসের সদস্যদের মানবাধিকার বিষয়ে সংবেদনশীল হয়ে কার্যক্রম পরিচালনা করতে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্বনামধন্য সংস্থার মাধ্যমে তাদের মানবাধিকার বিষয়ে আধুনিক প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম গ্রহণের অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে বক্তারা বলেছেন, বাংলাদেশে এলিট ফোর্সের প্রয়োজনীয়তা অপরিহার্য। তবে মানবাধিকার, সিআরপিসি, পেনালকোড, জাতিসংঘের ডিকলিয়ারেশন অব হিউম্যান রাইটস ১৯৪৮ সহ অন্যান্য কনভেনশগুলো আমলে নিয়ে কার্যক্রম পরিচালনা করতে হবে।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি ও হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর চীফ প্রসিকিউটর এডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম।

সেমিনারে র‌্যাব ফোর্সেসের মহাপরিচালক, অতিরিক্তি মহাপরিচালক, র‌্যাব সদর দপ্তরের সকল পরিচালক ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা, ঢাকাস্থ ব্যাটালিয়নের অধিনায়ক এবং কর্মকর্তাসহ ৬০ জনের বেশি কর্মকর্তা অংশগ্রহণ করেন।

এছাড়াও ভিটিসির মাধ্যমে র‌্যাবের ব্যাটালিয়নগুলোর সক কর্মকর্তারা আলোচনায় অংশগ্রহণ করেন।

র‌্যাবের মিডিয়া শাখা থেকে আরও জানানো হয়েছে, সেমিনারে আন্তর্জাতিক মানবাধিকার ও সাংবিধানিক অধিকার এবং আন্তর্জাতিক আইনের আলোকে মানবাধিকার বিষয়ে আলোচনা করা হয়।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী আলোচক হিসেবে আন্তর্জাতিক মানবাধিকার ও সাংবিধানিক অধিকার বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি আন্তর্জাতিক মানবাধিকার ও সাংবিধানিক অধিকার বিষয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক তুলে ধরছেন, যা র‌্যাব ফোর্সেসের দৈনন্দিন কার্যাবলির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত।

আলোচনার দ্বিতীয় অংশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম আন্তর্জাতিক আইনের আলোকে মানবাধিকার বিষয় নিয়ে বক্তব্য রাখেন। এ সময় তিনি আন্তর্জাতিক আইনের আলোকে মানবাধিকার বিষয়ে বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক প্রভাবমুক্ত ও মানবাধিকার সমুন্নত রেখে কাজের তাগিদ

আপডেট সময় ০৯:১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

আকাশ জাতীয় ডেস্ক :

আইন, সংবিধান এবং বিবেক মাথায় রেখে দেশের মানুষের প্রতি সব সময় শ্রদ্ধাশীল থেকে র‌্যাবকে কাজ করতে হবে। কোনো ব্যক্তির প্রতি মাথা নত না করে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে ও মানবাধিকার সমুন্নত রেখে র‌্যাবকে কাজ করার তাগিদও দেওয়া হয়েছে।

মানবাধিকার বিষয়ক আইন-কানুন সম্পর্কে র‌্যাব সদস্যদের ধারণা দিতে মানবাধিকার বিষয়ক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেছেন।

সোমবার র‌্যাব সদর দপ্তরের এলিট হলে এ সেমিনারের আয়োজন করা হয়। র‌্যাবের মিডিয়া শাখা থেকে জানানো হয়েছে, র‌্যাব ফোর্সেসের সদস্যদের মানবাধিকার বিষয়ে সংবেদনশীল হয়ে কার্যক্রম পরিচালনা করতে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্বনামধন্য সংস্থার মাধ্যমে তাদের মানবাধিকার বিষয়ে আধুনিক প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম গ্রহণের অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে বক্তারা বলেছেন, বাংলাদেশে এলিট ফোর্সের প্রয়োজনীয়তা অপরিহার্য। তবে মানবাধিকার, সিআরপিসি, পেনালকোড, জাতিসংঘের ডিকলিয়ারেশন অব হিউম্যান রাইটস ১৯৪৮ সহ অন্যান্য কনভেনশগুলো আমলে নিয়ে কার্যক্রম পরিচালনা করতে হবে।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি ও হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর চীফ প্রসিকিউটর এডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম।

সেমিনারে র‌্যাব ফোর্সেসের মহাপরিচালক, অতিরিক্তি মহাপরিচালক, র‌্যাব সদর দপ্তরের সকল পরিচালক ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা, ঢাকাস্থ ব্যাটালিয়নের অধিনায়ক এবং কর্মকর্তাসহ ৬০ জনের বেশি কর্মকর্তা অংশগ্রহণ করেন।

এছাড়াও ভিটিসির মাধ্যমে র‌্যাবের ব্যাটালিয়নগুলোর সক কর্মকর্তারা আলোচনায় অংশগ্রহণ করেন।

র‌্যাবের মিডিয়া শাখা থেকে আরও জানানো হয়েছে, সেমিনারে আন্তর্জাতিক মানবাধিকার ও সাংবিধানিক অধিকার এবং আন্তর্জাতিক আইনের আলোকে মানবাধিকার বিষয়ে আলোচনা করা হয়।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী আলোচক হিসেবে আন্তর্জাতিক মানবাধিকার ও সাংবিধানিক অধিকার বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি আন্তর্জাতিক মানবাধিকার ও সাংবিধানিক অধিকার বিষয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক তুলে ধরছেন, যা র‌্যাব ফোর্সেসের দৈনন্দিন কার্যাবলির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত।

আলোচনার দ্বিতীয় অংশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম আন্তর্জাতিক আইনের আলোকে মানবাধিকার বিষয় নিয়ে বক্তব্য রাখেন। এ সময় তিনি আন্তর্জাতিক আইনের আলোকে মানবাধিকার বিষয়ে বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।