আকাশ স্পোর্টস ডেস্ক:
৫৪ তম ওভারে শুভাশিষ রায়ের করা চতুর্থ বলে পুল করেছিলেন ডিন এলগার। মিস টাইমিং হয়ে বল উঠে যায় আকাশে। ডিপ ফাইন লেগে দৌড়ে এসে ক্যাচটি ধরেন মুস্তাফিজ। আর এভাবেই বাংলাদেশ তাদের বহুল কাঙ্খিত উইকেট পায়। ভেঙ্গে যায় এলগার-মার্করামের ২৪৩ রানের ম্যারথন জুটি।
আউট হওয়ার আগে এলগার ১৫২ বলে ১৭ চারে ১১৩ রান সংগ্রহ করেছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৫ ওভারে ১ উইকেট হারিয়ে ২৫১ রান তুলেছে প্রোটিয়ারা। এইডেন মার্করাম ১৩০ ও হাশিম আমলা ১ রানে ক্রিজে অপরাজিত আছেন। রান রেট ৪.৫৬।
এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় টেস্টেও টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। তার সিদ্ধান্ত যে কতটুকু ভুল ছিল সেটি টের পাওয়া যায় দক্ষিণ আফ্রিকার স্কোরকার্ড দেখে। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা অথচ বাংলাদেশের বোলাররা কোন উইকেট এখনো ফেলতে পারে নি। টেস্টের প্রথম দিনের অর্ধেক না পেরোতেই শতক তুলে নেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান ডিন এলগার ও মার্কারাম। এই দুজনের শতকের উপর ভিত্তি করে টাইগারদের সামনে রানের পাহাড় করাচ্ছে দক্ষিণ আফ্রিকা।
প্রসঙ্গত, দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশ ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে।
আকাশ নিউজ ডেস্ক 

























