ঢাকা ১১:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুরুল হক নুর

নির্বাচকদের ওপর পক্ষপাতিত্বের অভিযোগ আনলেন ইমাম

আকাশ স্পোর্টস ডেস্ক :

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জিতে ফুরফুরে মেজাজে পাকিস্তান। এর আগে অস্ট্রেলিয়াতেও ওয়ানডে সিরিজ জিতেছে দলটি। তবে সব ফরম্যাটে ধারাবাহিকতা দেখাতে পারছে না দলটি। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই ধুকছে পাকিস্তান। মাঠের বাইরেও ঘটছে নানা কিছু। কোচিং প্যানেল থেকে সিলেক্টর হয়ে অধিনায়ক; সব জায়গাতেই বদল আনা হয়েছে। তবে এতকিছুর মাঝেও পক্ষপাতিত্বের সংস্কৃতি থেকে বের হতে পারছে না পাকিস্তান। এমন অভিযোগ খোদ দলটির তারকা ক্রিকেটার ইমাম-উল-হকের।

দল নির্বাচনে অসমাঞ্জস্যপূর্ণ আচরণ ও খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে নিজেদের পছন্দকে বাড়তি গুরুত্ব দেন নির্বাচকরা; এক সাক্ষাৎকারে এমন অভিযোগ করেছেন ইমাম। দীর্ঘ সাত বছরের ক্যারিয়ারে পাকিস্তান ক্রিকেটে এটা তার সবচেয়ে খারাপ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ্য করেছেন তিনি।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বাজে পারফরম্যান্স নিয়ে ইমাম বলেন, ‘আমি টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলাম না, তবে আমি কয়েকটি গল্প শুনেছি যেগুলি আমার কাছে ওডিআই বিশ্বকাপের চেয়েও খারাপ বলে মনে হয়েছে। আমি মনে করি শুধুমাত্র সেই খেলোয়াড়রাই বলতে পারবে যারা মাঠে ছিল, তারা জানে কি হয়েছিল।’

দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে ইমাম বলেন, ‘আমরা আমাদের খেলোয়াড়দের ধারাবাহিকভাবে সুযোগ দিয়েছি, কিন্তু ওয়ানডে বিশ্বকাপে আমরা ফলাফল পাইনি। অথচ অন্য দলগুলোও সাফল্য পেতে ধারাবাহিক সুযোগ দেওয়ার উপর নির্ভর করে।’

ইমাম আরও বলেন, ‘আপনি যদি একজন খেলোয়াড়কে ১৫টি ম্যাচ সুযোগ দেন এবং একই ধরণের অন্য একজন মাত্র তিনটি ম্যাচ পান, তাহলে আপনি নিজের জন্য সমস্যা তৈরি করছেন। পছন্দ বা অপছন্দের উপর ভিত্তি করে খেলোয়াড় নির্বাচনের মানদণ্ড পরিবর্তিত হওয়া দরকার।’

পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে ইমাম বলেন, ‘আমার মনে হয় না আমি আমার সাত বছরের ক্যারিয়ারে পাকিস্তানকে এমন খারাপ খেলতে দেখেছি। এটা আমাদেরও দোষ- সেটা ওয়ানডে বিশ্বকাপ হোক বা টেস্ট ক্রিকেট। ক্রিকেটাররা পারফরম্যান্স সরবরাহ করছে না, তা ফিটনেস বা ফর্ম যে কারণেই হোক না কেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা

নির্বাচকদের ওপর পক্ষপাতিত্বের অভিযোগ আনলেন ইমাম

আপডেট সময় ০২:৩৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪

আকাশ স্পোর্টস ডেস্ক :

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জিতে ফুরফুরে মেজাজে পাকিস্তান। এর আগে অস্ট্রেলিয়াতেও ওয়ানডে সিরিজ জিতেছে দলটি। তবে সব ফরম্যাটে ধারাবাহিকতা দেখাতে পারছে না দলটি। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই ধুকছে পাকিস্তান। মাঠের বাইরেও ঘটছে নানা কিছু। কোচিং প্যানেল থেকে সিলেক্টর হয়ে অধিনায়ক; সব জায়গাতেই বদল আনা হয়েছে। তবে এতকিছুর মাঝেও পক্ষপাতিত্বের সংস্কৃতি থেকে বের হতে পারছে না পাকিস্তান। এমন অভিযোগ খোদ দলটির তারকা ক্রিকেটার ইমাম-উল-হকের।

দল নির্বাচনে অসমাঞ্জস্যপূর্ণ আচরণ ও খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে নিজেদের পছন্দকে বাড়তি গুরুত্ব দেন নির্বাচকরা; এক সাক্ষাৎকারে এমন অভিযোগ করেছেন ইমাম। দীর্ঘ সাত বছরের ক্যারিয়ারে পাকিস্তান ক্রিকেটে এটা তার সবচেয়ে খারাপ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ্য করেছেন তিনি।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বাজে পারফরম্যান্স নিয়ে ইমাম বলেন, ‘আমি টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলাম না, তবে আমি কয়েকটি গল্প শুনেছি যেগুলি আমার কাছে ওডিআই বিশ্বকাপের চেয়েও খারাপ বলে মনে হয়েছে। আমি মনে করি শুধুমাত্র সেই খেলোয়াড়রাই বলতে পারবে যারা মাঠে ছিল, তারা জানে কি হয়েছিল।’

দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে ইমাম বলেন, ‘আমরা আমাদের খেলোয়াড়দের ধারাবাহিকভাবে সুযোগ দিয়েছি, কিন্তু ওয়ানডে বিশ্বকাপে আমরা ফলাফল পাইনি। অথচ অন্য দলগুলোও সাফল্য পেতে ধারাবাহিক সুযোগ দেওয়ার উপর নির্ভর করে।’

ইমাম আরও বলেন, ‘আপনি যদি একজন খেলোয়াড়কে ১৫টি ম্যাচ সুযোগ দেন এবং একই ধরণের অন্য একজন মাত্র তিনটি ম্যাচ পান, তাহলে আপনি নিজের জন্য সমস্যা তৈরি করছেন। পছন্দ বা অপছন্দের উপর ভিত্তি করে খেলোয়াড় নির্বাচনের মানদণ্ড পরিবর্তিত হওয়া দরকার।’

পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে ইমাম বলেন, ‘আমার মনে হয় না আমি আমার সাত বছরের ক্যারিয়ারে পাকিস্তানকে এমন খারাপ খেলতে দেখেছি। এটা আমাদেরও দোষ- সেটা ওয়ানডে বিশ্বকাপ হোক বা টেস্ট ক্রিকেট। ক্রিকেটাররা পারফরম্যান্স সরবরাহ করছে না, তা ফিটনেস বা ফর্ম যে কারণেই হোক না কেন।’