আকাশ স্পোর্টস ডেস্ক:
ব্লুমফন্টেইন টেস্টের প্রথম দিনে শতক হাঁকিয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই উদ্বোধনী ব্যাটসম্যান ডিন এলগার ও মার্কারাম। দুজনের শতকের উপর ভিত্তি করে টাইগারদের সামনে রানের পাহাড় করাচ্ছে দক্ষিণ আফ্রিকা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৫ ওভারে বিনা উইকেট হারিয়ে ২১১ রান তুলেছে প্রোটিয়ারা। উদ্বোধনী ব্যাটসম্যান ডীন এলগার ১০৫ ও এইডেন মার্করাম ১০১ রানে ক্রিজে অপরাজিত আছেন। রান রেট ৪.৬৫।
এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় টেস্টেও টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। তার সিদ্ধান্ত যে কতটুকু ভুল ছিল সেটি টের পাওয়া যায় দক্ষিণ আফ্রিকার স্কোরকার্ড দেখে। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা অথচ বাংলাদেশের বোলাররা কোন উইকেট এখনো ফেলতে পারে নি।
দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশ ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে।
আকাশ নিউজ ডেস্ক 

























