অাকাশ জাতীয় ডেস্ক:
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম এলাকার লালমনিরহাট-বুড়িমারী আঞ্চলিক সড়কে পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের পাশে কাশিরাম এলাকায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনাস্থলে উপস্থিত জনতা তার পরিচয় সনাক্ত করতে পারেনি। মরদেহের পড়নে ছিল নীল রঙের ফুলহাতা শার্ট ও চেক লুঙ্গি। মরদেহের নাকে মুখে ফেনা দেখে স্থানীয়দের ধারণা কীটনাশক পানে আত্মহত্যা বা হত্যার ঘটনা হতে পারে।
আকাশ নিউজ ডেস্ক 
























