অাকাশ বিনোদন ডেস্ক:
আইফা অ্যাওয়ার্ড বা ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডের ১৮তম আসর এর পর্দা উঠেছে। যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে এবারের আসর। গত বুধবার শুরু হওয়া ওই আসর মাতিয়ে যাচ্ছেন বলিউড তারকারা। নিউইয়র্কের টাইমস স্কোয়ার এখন ভারতীয় তারকাদের নাচে ও গানে মাতোয়ারা। বলিউড তারকাদের একনজর দেখার জন্য অনুষ্ঠানে উপচে পড়া দর্শকের ভিড় লক্ষ করা যায়।
নাচে-গানে প্রবাসী ভারতীয়দের তো বটেই, সেই সাথে নাচিয়েছেন নিউইয়র্কের বাসিন্দাদের কেউ বলিউড তারকারা। ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, চারদিনব্যাপী এই অনুষ্ঠানে থাকছে নাচ, গান ও ফ্যাশন শো। আয়োজনের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার মঞ্চ কাঁপিয়েছেন বরুণ ধাওয়ান। ফ্যাশন শোতে নিউইয়র্ক মাতিয়েছেন শিল্পা শেঠি, হুমা কোরেশী ও দিশা পাটানি।
এখনো কিন্তু বাকি আছে শুক্রবার রাতের জৌলুস। আজ মঞ্চ মাতানোর কথা বলিউড তারকা সালমান খান, শহিদ কাপুর, বরুণ ধাওয়ান, আলিয়া ভাট ও সুশান্ত সিং রাজপুতদের মতো তারকারা। এ ছাড়া মেটলাইফ স্টেডিয়ামকে সুরের মূর্ছনায় ভাসাতে থাকছেন এ আর রহমান এবং দিলজিৎ দোসাঞ্জ। তবে আজই তারকাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হচ্ছে না। আগামীকাল সমাপনী দিনে থাকছে ওই জমকালো আয়োজন।
আগামীকালের জমকালো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন বলিউডের নবাব সাইফ আলী খান, করন জোহর ও বরুণ ধাওয়ান।
আকাশ নিউজ ডেস্ক 



















