আকাশ স্পোর্টস ডেস্ক :
সিরিয়ায় বাশার আল-আসাদের দুই যুগের শাসনের অবসান হয়েছে। দ্রুতগতির এক অভিযানে পুরো সিরিয়া নিজেদের করতলে নিয়ে এসেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস)। তাদের আক্রমণের মুখে হন্তদন্ত হয়ে পালিয়েছেন আসাদ।
স্বৈরশাসক আসাদের পতনের সিরিয়ায় এখন উৎসবের আবহ বিরাজ করছে। আর স্বৈরশাসনের শেকল থেকে মুক্তির স্বাদ আস্বাদন করেছে সিরিয়ার ফুটবলও।
আসাদ পালিয়ে যাওয়ার পরপরই জাতীয় ফুটবল দলের জার্সি এবং লোগোর রঙ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। আসাদের আমলে জার্সি এবং লোগোতে লাল রংয়ের প্রাধান্য থাকলেও সেটি বদলে সবুজ রংকে আপন করে নিয়েছে সংস্থাটি।
সিরিয়ান ফুটবল ফেডারেশন এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে লিখেছে, ‘জাতীয় দলের নতুন ইউনিফর্ম। দুর্নীতি, স্বজনপ্রীতি থেকে দূরে সরে সিরিয়ান ফুটবলের ইতিহাসের প্রথম ঐতিহাসিক পরিবর্তন।’
প্রতিকূল পরিবেশের মধ্য থেকেও সিরিয়ার ফুটবল বরাবরই নজর কেড়েছে। বর্তমানে তারা ফিফা র্যাংকিংয়ের ৯৫ নম্বরে অবস্থান করছে। এক যুগ আগে পশ্চিম এশিয়া ফুটবল ফেডারেশন ট্রফিও জয় করেছিল দেশটি।
আকাশ নিউজ ডেস্ক 

























